#বিহার: জেডিইউ বিধায়ক মনোরমা দেবীকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিল গয়া আদালত ৷ মঙ্গলবারই গয়া আদালতে আত্মসমর্পণ করেন মনোরমা ৷ নিয়েধজ্ঞা আইন অমান্য করার অভিযোগেই এই নির্দেশ দিল গয়া আদালত ৷ মনোরমা দেবীর বাড়ি থেকে মদের বোতল উদ্ধার হওয়ার পরই মামলা করা হয় ৷ সেই মামলার উপর নির্ভর করেই এই নির্দেশ গয়া আদালতের ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengal News, Bihar, ETV News Bangla, Manorama Devi