#ইনদওর: দেশে যত করোনা ভাইরাস হটস্পট চিহ্নিত করা হয়েছে, তার মধ্যে অন্যতম হল ইনদওর৷ ওই অঞ্চলে করোনা সংক্রমণ ঠেকাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে প্রশাসন৷এ হেন পরিস্থিতিতে প্রশাসনের মাথাব্যথা বাড়াল আরও একটি ঘটনা৷ তা হল, ইনদওরের মুসলমান অধ্যুষিত এলাকায় অস্বাভাবিক ভাবে মৃত্যুর হার বেড়ে গিয়েছে, অন্যান্য সময়ের তুলনায়৷
আরও আশ্চর্যের বিষয় হল, এই হারে মৃত্যুর সঙ্গে কিন্তু করোনা ভাইরাসের যোগ পাওয়া যাচ্ছে না৷ গত কয়েক সপ্তাহ ধরে এই প্রবণতা লক্ষ করা যাচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন৷ যেমন গত বৃহস্পতিবার ইনদওরের ৪টি কবরস্থানে ২১টি দেহ কবর দেওয়া হয়েছে৷ মোহ নাকা নামে একটি কবরস্থানে শুধুমাত্র ১ এপ্রিল থেকে ৯ ও গত ১১ তারিখ পর্যন্ত ২১টি দেহ কবর দেওয়া হয়েছে৷ খজরানার কাছে একটি কবরস্থানে এপ্রিলের প্রথম ৯ দিনেই ৩৪টি দেহ সমাধিস্থ করা হয়েছে৷ লুনায়পুরায় মাসের প্রথম ৯দিনে ৫৬টি দেহ কবর দেওয়া হয়েছে৷ শুধু গত বৃহস্পতিবারই ৬টি দেহ৷
রিপোর্ট বলছে, শহরের ৪টি কবরস্থানে এপ্রিলের প্রথম ৬ দিনেই ১২৭ জন মুসলমানের দেহ কবর দেওয়া হয়েছে৷ সেখানে মার্চে ১৩০টি কবর দেওয়া হয়েছিল৷ কাশিস উন্নিসার মারা যান গত ৬ এপ্রিল৷ বয়স হয়েছিল ৮৫ বছর৷ তাঁর নাতি জাবির আলি জানাচ্ছেন, কোনও রোগ ছিল না কাসিসের৷ কয়েক বছর আগে একটি অপারেশন হয়েছিল৷ হঠাত্ মারা গেলেন৷ কারও করোনা ভাইরাস মেলেনি৷ উপসর্গও ছিল না?
তবে প্রশাসনের একটি অংশের ধারণা, বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে, করোনা ভাইরাসের মৃত্যু হচ্ছে না৷ করোনার জেরে শহরের বেশির ভাগ হাসপাতালে অন্যান্য চিকিত্সা প্রায় হচ্ছেই না৷ সেটাও মৃত্যুর কারণ হতে পারে৷ তবুও চিন্তা-মুক্ত হতে পারছে না প্রশাসন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Indore