Home /News /national /
কপালে চোখওয়ালা বিরল ছাগল! 'ঈশ্বর' ভেবে আশীর্বাদ নিতে হিড়িক যোগী রাজ্যে

কপালে চোখওয়ালা বিরল ছাগল! 'ঈশ্বর' ভেবে আশীর্বাদ নিতে হিড়িক যোগী রাজ্যে

উত্তরপ্রদেশের বিজনৌরে দু'দিন আগে একটি ছাগল ছানা জন্মেছে, সে স্বাভাবিক নয়। তার কপালে দু'টি চোখ, বেশ ভয়ানক। তবে স্থানীয়দের মতে সে ভগবানের দূত।

 • Share this:

  #বিজনৌর: উত্তরপ্রদেশের বিজনৌর জেলায় একটি গ্রামে ছোট্ট ছাগল ছানা জন্মেছে। মনে হতেই পারে, ছাগলই তো! তাহলে এত মাতামাতি কেন? না এটা ঠিক অন্যান্য ছাগল ছানার মতো নয়, তাদের থেকে দেখতে বেশ  অনেকটাই আলাদা, সঙ্গে ভয়ানকও।

  এলাকার এখন সবচেয়ে বড় আকর্ষণ হল এই ছাগল ছানাটি। এমনকী স্থানীয় লোক ছাড়াও শত শত লোক এই ছোট্ট প্রাণীটিকে দেখার জন্য ভিড় করেছে গ্রামে। স্বাভাবিক ছাগল ছানা সকলেই দেখেছে, কিন্তু এই ছোট্ট প্রাণীটির কপালে দু'টি বড় বড় চোখ। আর ওই কারণেই দেখতে ভয়ানক লাগছে। সোশ্যাল মিডিয়ায় সে ছবি এখন সকলের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে।

  ছবিটিতে দেখা যাচ্ছে, বাচ্চা ছাগলটির কপালে দুটি ছত্রের সঙ্গে একটি বড় চোখের সকেট রয়েছে। বাঁকানো মুখ সঙ্গে অদ্ভুত চেহারা দেখলে ভয় লাগবেই। কিন্তু কপালে চোখ থাকায় তাকে ভগবানের দূত মনে করছেন স্থানীয় বাসিন্দারা। তার সেবা যত্নেই এখন দিন কাটছে গ্রামবাসীর।

  নূরপুর পুলিশ সার্কেলের মধ্যে মোড়াহাট গ্রামের বাসিন্দা মাসিয়া বলেছিলেন যে তিনি ছাগল পালন করেন, যার মধ্যে একটি ছাগল দু'দিন আগে দু'টি বাচ্চা জন্ম দিয়েছিল। একজনের অবস্থা স্বাভাবিক থাকলেও, অন্যটি ছিল এক্কেবারে আলাদা। কথাটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে লোকেরা ছাগল ছানাটিকে দেখতে ভিড় শুরু করে। এমনকি স্থানীয় বাসিন্দা কেউ কেউ দাবিও করেছিলেন যে, কপালের ‘তৃতীয় চক্ষু’ থাকায় সে শিবের অবতার।

  এমনকী কয়েকজন লোক ছাগল ছানাটিকে নৈবেদ্য খাওয়ানো শুরু করেছিল। মাসিয়া সংবাদ মাধ্যমে জানায়, যে তিনি বিশ্বাস করেছিলেন যে এটি তাঁর জন্য ভগবানের ‘আশীর্বাদ’। আঞ্চলিক পশু বিশেষজ্ঞ পুষ্কর রথি অবশ্য জানিয়েছিলেন, "প্রাণীটি অস্বাভাবিক এবং এ জাতীয় প্রাণী বেশি দিন বাঁচে না। এটি একটি উদ্ভট এবং একে ভগবানের আশীর্বাদ হিসাবে বিবেচনা করা উচিত নয়"।

  Published by:Somosree Das
  First published:

  Tags: Uttar Pradesh

  পরবর্তী খবর