আবীর ঘোষাল, কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ, সোমবার প্রচার সারবেন আগরতলা ও সুরমায়। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার আগরতলায় একটি সাংবাদিক সম্মেলন করবেন এবং আসন্ন উপ-নির্বাচনে দলের প্রার্থীদের হয়ে প্রচার করবেন (Abhishek Banerjee in Tripura)।
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ একটি রোড শো এবং একটি জনসভায় অংশ নিতে এর আগে ১৪ জুন ত্রিপুরা সফর করেছিলেন। এদিন তিনি সুরমার শান্তির বাজারে জনসভা করবেন বিকেলে। আগরতলায় ইতিমধ্যেই রয়েছেন তৃণমূলের এক ঝাঁক নেতা-নেত্রী। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার মানুষের সঙ্গে কথা বলবেন। তিনি ত্রিপুরায় পরিবর্তন আনতে এবং যতটা সম্ভব মানুষের কাছে পৌঁছতে আগ্রহী।’’
আরও পড়ুন-দক্ষিণবঙ্গের বেশ কয়েক জেলায় আগামী ২-৩ ঘণ্টার মধ্যে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস
আগরতলায় আছেন তৃণমূল নেতা মানস ভুঁইয়া ও কৌশানি মুখোপাধ্যায়ও। ত্রিপুরার উন্নতির ক্ষেত্রে তাদের অক্ষমতার জন্য বিরোধী দলগুলির নিন্দা জানিয়ে মানস ভুঁইয়া বলেন, ‘‘কংগ্রেস আর বিকল্প নয় কারণ তারা মাটিতে নেমে লড়াই করতে পারে না। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করেছেন যে তিনি মানুষের জন্য লড়াই করতে পারেন এবং তাঁর দেওয়া প্রত্যেকটি প্রতিশ্রুতি পূরণ করতে পারেন।”
প্রবল বৃষ্টিপাত সত্ত্বেও, তৃণমূল কংগ্রেসের কর্মী ও নেতারা ত্রিপুরার জলমগ্ন রাস্তায় নেমে মানুষের মৌলিক প্রয়োজন মেটাতে আপ্রাণ সাহায্য করছেন। ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস আগরতলার এই জলমগ্নতার জন্য বিজেপির চরম নিন্দা করেছে।
আরও পড়ুন-রাশিফল ২০ জুন; দেখে নিন কেমন যাবে আজকের দিন
কুণাল ঘোষ বলেছেন, “বিজেপি বারবার বলে আসছে আগরতলা স্মার্ট সিটি হয়ে গিয়েছে। কিন্তু রাস্তাঘাট জলমগ্ন এবং মানুষ বিপদে পড়েছে। আমরা আমাদের কর্মীদের বলেছি যে প্রচার অগ্রাধিকার নয়। তাদের উচিত প্রথমে মানুষের সাহায্য করা এবং পরিবারের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা। আসামের নির্লজ্জ বিজেপি নেতারা তাদের বন্যা-বিধ্বস্ত রাজ্যকে দুর্দশায় ফেলে ত্রিপুরায় প্রচারে এসেছেন।”
ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি সুবল ভৌমিক বলেছেন, “বিজেপি কর্মীরা এখন একজোট হয়ে আক্রমণে করছে। আগরতলা কেন্দ্রের প্রার্থী পান্না দেব এবং টাউন বড়দোয়ালী কেন্দ্রের প্রার্থী সংহিতা বন্দ্যোপাধ্যায়ের উপর গতকাল প্রায় একই সময়ে বিজেপি কর্মীরা হামলা চালায়। অভিযোগ করেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু আমরা এই ধরনের অগণতান্ত্রিক শাসন আর সহ্য করবো না এবং আমরা বিজেপির এই হিংসার বিরুদ্ধে লড়াই করব।”
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।