#আগরতলা: বাংলায় এসে বিজেপি নেতারা বার বার অভিযোগ করেছেন, বাম আমলের সন্ত্রাসকেও ছাপিয়ে গিয়েছে তৃণমূলের শাসন৷ এবার ত্রিপুরায় ভোট প্রচারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, িসপিএম-এর সন্ত্রাসকে হার মানিয়েছে বিজেপি৷ ত্রিপুরার চারটি আসনের উপনির্বাচনের প্রচাের গিয়েছেন অভিষেক৷ এ দিন আগরতলায় সাংবাদিক বৈঠকে তিনি এই অভিযোগ করেন৷
একই সঙ্গে অভিষেক স্পষ্ট করে দিয়েছেন, যতদিন না পর্যন্ত ত্রিপুরায় গণতন্ত্র ফিরছে, তৃণমূল মাটি কামড়ে ওই রাজ্যে পড়ে থাকবে৷ বিজেপি বিরোধী ভোট যাতে বিভিন্ন দলের মধ্যে ভাগ না হয়ে তৃণমূলের ঝুলিতে আসে, ত্রিপুরাবাসীর কাছে সেই আর্জিও জানিয়েছেন অভিষেক৷
আরও পড়ুন: ভোট নেই, তাই সেনাকে অপমান! অগ্নিপথ নিয়ে মুখ খুললেন অভিষেক, কৈলাশকে বহিষ্কারের দাবি
অভিষেক এ দিন দাবি করেন, ত্রিপুরা পরিবর্তনের দোড়গোড়ায় দাঁড়িয়ে রয়েছে৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, 'সিপিআইএম-এর সন্ত্রাসকে হার মানিয়েছে বিজেপি৷ মিথ্যে মামলা দিয়ে তৃণমূল নেতাদের হেনস্থা করা হচ্ছে৷ বিজেপি-র সন্ত্রাস থেকে রক্ষা পায়নি কেন পুলিশও৷ পুলিশ স্টেশনে হামলা হয়েছে৷ চিকিৎসকরা হাসপাতালে চিকিৎসা করতে ভয় পাচ্ছেন৷ আইনজীবীরা কোর্টে যেেত ভয় পাচ্ছেন৷ প্রতিরোধ না করলে এই সন্ত্রাস অনন্তকাল চলবে৷ তাই রুখে দাঁড়াতে হবে৷ আপনাদের দাবি নিয়ে তৃণমূল প্রথম দিন থেকে পাশে রয়েছে, রাস্তায় নেমেছে৷ জনগণ ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ না করলে এই লড়াইয়ে আমরা জিততে পারব না৷'
আরও পড়ুন: 'আমি মুশকিল আসান, সব সমস্যার সমাধান করে দেব', চাকরি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী
অভিষেক এ দিন বার বারই বলেছেন, ত্রিপুরার মানুষ এর আগে কংগ্রেস এবং বাম শাসন দেখেছে৷ বিজেপি ক্ষমতায় এসেও ত্রিপুরাবাসী প্রত্যাশা পূরণে ব্যর্থ বলে দাবি করেন অভিষেক৷ তাই এবার তৃণমূলকে সুযোগ দেওয়ার জন্য আর্জি জানিয়েছেন তৃণমূল সাংসদ৷
অভিষেক মনে করিয়ে দিয়েছেন, ২০১১ এবং ২০১৬ সালেও ত্রিপুরায় পা রেখেছিল তৃণমূল৷ কিন্তু সেই সময়ের সঙ্গে বর্তমান পরিস্থিতির তফাত রয়েছে বলে দাবি করে অভিষেক বলেন, '২০১১ বা ২০১৬-তেও তৃণমূল ত্রিপুরায় এসেছিল৷ কিন্তু সেই তৃণমূলের সঙ্গে আজকের তৃণমূলের পার্থক্য আছে৷ আজকের তৃণমূল চোখ রাঙানিকে ভয় পায় না, আজকের তৃণমূল ত্রিপুরার গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত করার লড়াই চালিয়ে যাবে৷' '
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Abhishek Banerjee, Tripura