corona virus btn
corona virus btn
Loading

লিফলেট বিতর্কে আক্রমণাত্মক গৌতম গম্ভীর, আতিশী-কেজরির বিরুদ্ধে মানহানির অভিযোগ

লিফলেট বিতর্কে আক্রমণাত্মক গৌতম গম্ভীর, আতিশী-কেজরির বিরুদ্ধে মানহানির অভিযোগ

রাজনৈতিক চক্রান্তের অভিযোগে আতিশী মারলেনা সহ আপ নেতৃত্বকে নোটিস পাঠালেন পূর্ব দিল্লির বিজেপি প্রার্থী।

  • Share this:

#নয়াদিল্লি: ক্রিকেটের ভাষায় এ যেন ক্রিজ ছেড়ে বেরনো। লিফলেট বিতর্কে তোপের মুখে আক্রমণাত্মক গৌতম গম্ভীর। রাজনৈতিক চক্রান্তের অভিযোগে আতিশী মারলেনা সহ আপ নেতৃত্বকে নোটিস পাঠালেন পূর্ব দিল্লির বিজেপি প্রার্থী। আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন কেজরিওয়ালরাও। পূর্ব দিল্লি লোকসভা কেন্দ্রের আপ প্রার্থীর বিরুদ্ধে কুরুচিকর প্রচার। বৃহস্পতিবারের এই ঘটনায় সংবাদমাধ্যমের সামনে কার্যত ভেঙে পড়েছিলেন আতিশী মারলেনা। ঘটনায় বল আদালতে গড়ানো প্রায় নিশ্চিত। দু-পক্ষই আইনি যুদ্ধের জন্য তৈরি।

মিথ্যে অভিযোগ ও সম্মানহানির অভিযোগে আতিশী, মণীশ শিশোদিয়া ও অরবিন্দ কেজরিওয়ালকে আইনি চিঠি দিয়েছেন গৌতম গম্ভীর।

• অরুণ জেটলির মেয়ে সোনালি জেটলির মাধ্যমে নোটিস

• অবমাননার অভিযোগে ক্ষমা চাওয়ার দাবি

• ক্ষমা না চাইলে মানহানির মামলার হুমকি

বিজেপি প্রার্থীর নোটিসকে গুরুত্ব দিচ্ছে না আপ নেতৃত্ব। আঁটঘাঁট বেঁধেই তৈরি হচ্ছেন কেজরিওয়ালরা।

• তৈরি হয়েছে তিন আইনজীবীর টিম

• মামলা হলে আতিশীর হয়ে সওয়াল করবেন প্রশান্ত ভূষণ

• নিজে থেকেই মামলা লড়ার প্রস্তাব দেন প্রশান্ত ভূষণ

গৌতম গম্ভীর অভিযোগ অস্বীকার করলেও এখনও নিজের অবস্থানে অনড় আতিশী। শুক্রবার দিল্লির মহিলা কমিশনেও অভিযোগ দায়ের করেন আতিশী। কে বা কারা আতিশীর বিরুদ্ধে এমন প্যাম্পলেট ও পোস্টার ছড়ালেন? নিজেদের মতো করে খোঁজখবর নিতে নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের দাবি, খানওয়ালগঞ্জ এলাকায় একটি প্রেস থেকে পোস্টার ছাপানো হয় ৷ সংবাদপত্রের ভিতরে ঢুকিয়ে বাড়ি বাড়ি পৌঁছয় ৷ বিজ্ঞাপনের লিফলেট বলে জানানো হয়েছিল হকারদের ৷ সেন্টার অফ সিভিল সোসাইটির দাবি, লিফলেট কাণ্ডের মাথা কে, খুব তাড়াতাড়ি তার খোঁজ মিলবে।

First published: May 11, 2019, 12:14 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर