হোম /খবর /দেশ /
রামলীলা ময়দানে শপথ নিলেন অরবিন্দ কেজরিওয়াল, ভিড় লক্ষ মানুষের

রামলীলা ময়দানে শপথ নিলেন অরবিন্দ কেজরিওয়াল, ভিড় লক্ষ মানুষের

AAP Chief Sworn in for 3rd Term in Ramlila Maidan PHOTO : ANI

AAP Chief Sworn in for 3rd Term in Ramlila Maidan PHOTO : ANI

বিজেপিকে উড়িয়ে দিয়ে তৃতীয়বারের জন্য দিল্লির বিধানসভা নির্বাচনে জয় পেয়ে ইতিহাস তৈরি করেছে আম আদমি পার্টি৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: তৃতীয়বারের জন্য শপথ নিলেন অরবিন্দ কেজরিওয়াল৷ দিল্লির বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর লক্ষ লোকের সামনে শপথ গ্রহণ করল কেজরিওয়ালের নেতৃত্বে তৃতীয় আপ সরকার৷ বিজেপিকে উড়িয়ে দিয়ে তৃতীয়বারের জন্য দিল্লির বিধানসভা নির্বাচনে জয় পেয়ে ইতিহাস তৈরি করেছে আম আদমি পার্টি৷ সেই বৃত্তই আর সম্পূর্ণ হল৷এদিন অনুষ্ঠানের শুরুতেই মুখ্যমন্ত্রী পদে শপথ নেন অরবিন্দ কেজরিওয়াল৷ তারপর মন্ত্রিসভার শপথ গ্রহণ শুরু হয়৷ একে একে শপথ নেন মণীশ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন, কৈলাশ গেহলট, গোপাল রাই, রাজেন্দ্র পাল গৌতম সহ ছ’জন মন্ত্রী৷

এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন দিল্লির বিজেপি সাংসদ বিধায়করা৷ শপথে উপস্থিত ছিলেন বিশেষ ৫০ জন৷ দিল্লি নির্মাণে যাঁদের ভূমিকা অনস্বীকার্য৷ ভোটের ফলাফলের দিন ভাইরাল হয়েছিল ‘বেবি কেজরিওয়াল’-এর ছবি৷ এদিন শপথে তাঁকে আমন্ত্রণ জানায় আপ৷ তবে, আজ শুধু একজন বেবি কেজরিওয়াল না, মাঠে উপস্থিত ছিল অসংখ্য বেবি কেজরিওয়াল৷ বেলা বারোটার কিছু আগেই রামলীলা ময়দানে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে হাজির হন কেজরিওয়াল৷ সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কেজরিওয়ালের আসার৷ শেষ পর্যন্ত বারোটার পরে শুরু হল শপথ গ্রহণ অনুষ্ঠান৷ সেখানে কেজরিওয়াল ও তারপর একে একে ছয় মন্ত্রী শপথ নিলেন৷ যদিও উল্লেখযোগ্যভাবে মন্ত্রিসভায় স্থান পেলেন না অতিশি মারলেনা৷ তাঁর শিক্ষা পরিকল্পনার কথা সকলেই জানেন৷ তবু তাঁর স্থান হল না কেজরিওয়ালের মন্ত্রিসভায়৷

Published by:Uddalak Bhattacharya
First published: