#নয়াদিল্লি: তৃতীয়বারের জন্য শপথ নিলেন অরবিন্দ কেজরিওয়াল৷ দিল্লির বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর লক্ষ লোকের সামনে শপথ গ্রহণ করল কেজরিওয়ালের নেতৃত্বে তৃতীয় আপ সরকার৷ বিজেপিকে উড়িয়ে দিয়ে তৃতীয়বারের জন্য দিল্লির বিধানসভা নির্বাচনে জয় পেয়ে ইতিহাস তৈরি করেছে আম আদমি পার্টি৷ সেই বৃত্তই আর সম্পূর্ণ হল৷এদিন অনুষ্ঠানের শুরুতেই মুখ্যমন্ত্রী পদে শপথ নেন অরবিন্দ কেজরিওয়াল৷ তারপর মন্ত্রিসভার শপথ গ্রহণ শুরু হয়৷ একে একে শপথ নেন মণীশ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন, কৈলাশ গেহলট, গোপাল রাই, রাজেন্দ্র পাল গৌতম সহ ছ’জন মন্ত্রী৷
#LIVE – Arvind Kejriwal addresses the gathering at Ramlila Maidan after taking oath as Delhi CM. #AAPKiDilli https://t.co/r5kNLMBij3
— News18 (@CNNnews18) February 16, 2020
Huge crowd gathered at Ram Leela Maidan to witness yet another historic event.
Everyone is here to bless "Delhi Ka Beta" Arvind Kejriwal.#MufflermanReturns pic.twitter.com/8gvEp5cCr0 — AAP (@AamAadmiParty) February 16, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।