#কলকাতা: আধার কার্ডকে দেশের নাগরিকদের একমাত্র পরিচয়পত্র করার পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। সেই লক্ষে ইতিমধ্যে একাধিক ক্ষেত্রে আধার কার্ডকে বাধ্যতামূলক করেছে কেন্দ্র। এবার কলেজ সার্টিফিকেটেও থাকবে আধার নম্বরও ৷ শনিবার এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকর ৷ ‘আগামী শিক্ষাবর্ষ থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে ৷ কী ভাবে কার্যকর তা বিশ্ববিদ্যালয়গুলিই ঠিক করবে ৷ অধিকাংশ মানুষেরই আধার হয়ে গিয়েছে ৷ আধার নম্বর নিয়ে সমস্যা হওয়ার কথা নয়’,বললেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকর ৷
এর আগে ইউজিসির নিয়ম মেনেই পড়ুয়াদের ভর্তির সময় আধার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় ৷ ২০১৬ সালের মার্চ মাসেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জানায়, এবার থেকে বিশ্ববিদ্যালয়ের মার্কশিট ও শংসাপত্রেও আধার নম্বর বাধ্যতামূলক।
ইউজিসি-এর পাঠানো নির্দেশিকা মেনে আধার বাধ্যতামূলকের পথে হাঁটছে কলকাতা বিশ্ববিদ্যালয় ৷ তবে ভর্তির ফর্ম পূরণের সময়েই আধার কার্ড দিতে হবে নাকি ভর্তির পর নাম নথিভুক্তিকরণের সময় আধার পেশ করতে হবে সেই বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি কলকাতা বিশ্ববিদ্যালয় ৷
অচিরেই মাত্র ১২টি অনন্য নম্বরই হতে চলেছে আপনার একমাত্র পরিচয়পত্র ৷ ভোটার কার্ড অর্থাৎ এপিক, প্যান কার্ড, রেশন কার্ডের মতো অন্যান্য পরিচয় পত্রের প্রয়োজনীয়তা এবার ফুরোল বলে ৷ সমস্ত স্বচিত্র ভোটার কার্ডকে সরিয়ে এক এবং একমাত্র আইডি হতে চলেছে আধার ৷ ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর অর্থাৎ আধার নম্বরকেই সর্বোচ্চ মান্যতা দিতে চাইছে কেন্দ্র ৷ এমনটাই জানিয়েছিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷ ট্রেনের টিকিট বুকিং, প্যান কার্ড, আয়কর দাখিল, ড্রাইভিং লাইসেন্স, মোবাইল পরিষেবা থেকে শিক্ষার শংসাপত্রেও বাধ্যতামূলক হয়েছে আধার ৷