• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • ট্রেনের টিকিট কাটার ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলক আধার কার্ড

ট্রেনের টিকিট কাটার ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলক আধার কার্ড

 খুব শীঘ্রই অনলাইন রেল টিকিট বুকিংয়ের জন্য বাধ্যতামূলক হতে চলেছে আধার কার্ড ৷

খুব শীঘ্রই অনলাইন রেল টিকিট বুকিংয়ের জন্য বাধ্যতামূলক হতে চলেছে আধার কার্ড ৷

খুব শীঘ্রই অনলাইন রেল টিকিট বুকিংয়ের জন্য বাধ্যতামূলক হতে চলেছে আধার কার্ড ৷

 • Share this:

  #নয়াদিল্লি: খুব শীঘ্রই অনলাইন রেল টিকিট বুকিংয়ের জন্য বাধ্যতামূলক হতে চলেছে আধার কার্ড ৷ বেশিরভাগ সময় এক সঙ্গে অনেক টিকিট কেটে রাখে বহু দালাল ভুয়ো নামে ৷ এরপর সেগুলি অনেক বেশি টাকায় বিক্রি করে থাকে যাত্রীদের কাছে ৷ এর জেরে টিকিট নিয়ে সমস্যায় পড়তে হয় যাত্রীদের ৷ বেশি টাকা দিয়ে কিনতে হয় টিকিট  ৷ এছাড়াও অনেকেই ভুয়ো পরিচয়ে যাত্রা করে থাকে ৷ এই সমস্ত কিছুতে লাগাম টানতে ও দালাচক্র বন্ধ করতেই আধার কার্ড বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ ৷ এর আগে জানানো হয়েছিল প্রবীণ নাগরিকরা ছাড়ের সুবিধে পেতে চান, সে ক্ষেত্রে পয়লা এপ্রিল থেকে আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছিল বিশেষ ছাড় দেওয়ার জন্য ৷ আপাতত তিন মাসের জন্য পরীক্ষামূলকভাবে চালু করা হবে ৷ সম্প্রতি রেলমন্ত্রী সুরেশ প্রভু জানিয়েছেন, ‘আধার কার্ড বাধ্যতামূলক করার পাশাপাশি ডিজিটাল লেনদেনের জন্য ৬০০০ পয়েন্ট অফ সেল ও ১০০০ অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন বসাতে চলেছে রেল ৷  এছাড়াও ক্যাশলেস লেনদেনের জন্য মে মাসের মধ্যে আনা হচ্ছে নতুন একটি টিকিটিং অ্যাপ ৷ IRCTC-তে রেজিষ্ট্রার করার জন্য আধার কার্ড লাগবে ৷ এই আধার নম্বর দিয়ে নিজের নাম নথিভুক্ত করাতে হবে।ফলে আর কেউ ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করা যাবে না ৷ লাচক্রে আটকানো যাবে বলে মনে করা হচ্ছে ৷ জানা গিয়েছে, এর জন্য নতুন একটি সফটওয়্যারও তৈরি করা হচ্ছে।

  First published: