#বেঙ্গালুরু: জন্ম-পরিচিতি-সম্পত্তি ও ব্যাঙ্ক। এর আগে সমস্ত কিছুতেই আধারকার্ড বাধ্যতামূলক করে কেন্দ্রীয় সরকার। ভুয়ো পরিচয় রুখতে কোনও ব্যক্তির স্বতন্ত্র একটি নম্বর দেওয়া হয় কার্ডের মাধ্যমে। এই নম্বরকে একটি ব্যক্তির বার্থ সার্টিফিকেট, সম্পত্তি, ব্যাঙ্ক ডিটেলস বা অন্যান্য পরিচয়ের সঙ্গে যুক্ত করা বাধ্যতামূলক করা হয়। শুধু তাই নয় ৷ এবার থেকে তীর্থযাত্রার ক্ষেত্রেও বাধ্যতামূলক করা হল আধার কার্ডকে ৷ সম্প্রতি এমনই নিয়ম জারি করেছে কর্ণাটক সরকার ৷ নতুন নিয়ম অনুযায়ী, বদ্রিনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রীতে তীর্থে যাওয়ার ক্ষেত্রে আধার নম্বর থাকা বাধ্যতামূলক করা হয়েছে ৷
তীর্থে যাওয়ার ক্ষেত্রে সরকারের তরফে ২০ হাজার টাকা ভর্তুকি দেওয়া হয়ে থাকে ৷ সেই টাকার যাতে অপব্যবহার না হয় সেই জন্যেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ সরকারের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যে সকল পুর্ণ্যার্থীরা ভর্তুকি নিতে ইচ্ছুক তাদের নিজেদের বাসস্থানের প্রমাণ হিসেবে আধার কার্ড জমা দিতে হবে ৷
মুজরাই বিভাগের এক আধিকারিক জানিয়েছেন
২০১৪ সালে সিদ্দারামাইয়া সরকার এই প্রকল্প চালু করেছিল ৷