#লখনউ: করোনা টিকাকরণ অভিযানের গতি বাড়াতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেন যোগী আদিত্যনাথ ৷ ১৮ থেকে ৪৪ বছরের ব্যক্তিদের টিকাকরণের জন্য আধার কার্ড আর বাধ্যতামূলক নয় ৷ এবার যে কোনও ব্যক্তি ঠিকানার প্রমান পত্র হিসেবে ভাড়ার বিল, বিদ্যুতের বিল, ব্যাঙ্কের পাসবুক দেখিয়ে টিকা নিতে পারবেন ৷ সরকারের তরফে সমস্ত জেলাশাসকদের চিঠি লিখে এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে৷
রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের ডিরেক্টর অপর্ণা উপাধ্যায়ের তরফে জারি করা এই নির্দেশে বলা হয়েছে, উত্তরপ্রদেশের প্রত্যেক বাসিন্দা এবং তাদের পরিবারের সদস্যরা প্রমান পত্র হিসেবে বাড়ি ভাড়ার বিল, বিদ্যুতের বিল বা পাসবুক দেখিয়ে করোনার ভ্যাকসিন নিতে পারবেন ৷
সূত্রের খবর, এলাহাবাদ হাইকোর্ট করোনা সংক্রান্তে জনস্বার্থে দায়ের মামলার শুনানির সময় প্রশ্ন তুলেছিল বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের টিকাকরণ নিয়ে রাজ্য কী পদক্ষেপ নিচ্ছে ৷ ভ্যাকসিনেশন সেন্টার না যেতে পারলে এবং অনলাইনে রেজিস্ট্রেশন না করাতে পারলে তাদের জন্য কী ব্যবস্থা রয়েছে ? গ্রামের দিকে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে যে শ্রমিকরা রয়েছেন তাদের অনেকেই অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন না ৷ তাঁদের ভ্যাকসিনেশন কী করে হবে ? তাদের জন্য কী পরিকল্পনা রয়েছে কেন্দ্র সরকারের ৷
প্রসঙ্গত, করোনা আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘণ্টায় সামান্য বেড়েছে ৷ নতুন করে আক্রান্ত হয়েছে ৩ লক্ষ ৬২ হাজার ৩৮৯ জন ৷ তবে দেশে এখনও পর্যন্ত কোভিড ১৯-এ মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ পেরিয়ে গিয়েছে ৷ বুধবার কোভিড ১৯ এর জেরে মোট ৪ হাজার ১২৭ জনের মৃত্যু হয়েছে ৷ তবে স্বস্তির খবর এটাই যে ৩ লক্ষ ৫১ হাজার ৭৪০ জন সুস্থও হয়ে উঠেছেন ৷ অন্যদিকে, দিল্লিতে আক্রান্তের সংখ্যা লাগাতার বেড়েই চলেছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Aadhaar card, Vaccination