#নয়া দিল্লি: চারিদিকে ধোঁয়া৷ এখনও ধিকিধিকি জ্বলছে আগুন৷ দিল্লির গোকুলপুরের এখন যেন ধ্বংসস্তুপ৷ কিন্তু তার মাঝেও খুশির সুর৷ যেন আস্তে আস্তে জীবনের দিকে ফিরে আসতে চাইছে উত্তর পূর্ব দিল্লির এই এলাকা৷ না হলে, এর মধ্যে বিয়ের আয়োজন হয় কী করে?
মঙ্গলবার মানে ২৫ ফেব্রুয়ারিদ দিনটা আগে থেকেই ঠিক করা ছিল বিয়ের দিন হিসাবে৷ তাই এত ঝামেলার মধ্যেও সেই দিনটায় বিয়ে করতে চললেন গোকুলপুরের ভিকি৷ কয়েক পা গেলেই দেখা যাবে, ১৫টি বাড়ি আগুনে একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে৷ কিন্তু তাতেও আটকে থাকেনি বিয়ে৷ ভিকির পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, ‘বিয়ের মতো অনুষ্ঠান কী আর এমন ঘটনার জন্য আটকে রাখা যায়?’
শিবমন্দিরে হয়েছিল বিয়ের আয়োজন৷ সেখানে মহিলারা এসেছিলেন ভিড় করে৷ একে একে তারাই এলেন ভিকির কাছে৷ নাচলেন৷ তারপর একে একে বিয়ের রেওয়াজও পালিত হল৷
ভিকির ভাই অভিষেক জানালেন, আমরা জানতাম সমস্যায় পড়তে হবে৷ বিয়ের জন্য যে ঘোড়া বুকিং করা হয়েছিল তা শেষ মুহূর্তে বাতিল হয়ে যায়৷ ঢোল বাদকরা বাতিল করে দেয় শেষ মুহূর্তে৷ আমরা সব আবার নতুন করে আয়োজন করেছি৷ কিন্তু বিয়ে খুব ভাল করে মিটেছে৷ প্রায় ৪০ জন বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন৷ আমাদের খুব আনন্দ হয়েছে৷’
কিন্তু একদিকে এই খুশির মাঝেও অন্যদিকে তখন জ্বলছে দিল্লি৷ শিব বিহারের ভাগীরথী কলোনিতে তখনও বেশ কয়েকটি দোকানে আগুন জ্বলছে৷ ছোটাছুটি করছে দমকল বাহিনী৷ তার মাঝেও চলেছে বিয়ের আসর৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CAA, Delhi, Delhi Violence