#নয়াদিল্লি: ছোটবেলায় আমাদের কতই না স্মৃতি থাকে। যত বয়স বাড়ে আমরা সেই দিনগুলো মিস করি। কিছু ছবি বা ভিডিও এমনও আছে যা সামনে এসে গেলে দেখা মাত্রই ফ্ল্যাশব্যাকে চলে যাই আমরা।
যেমন এই খুদের ভিডিও। সেলুনে গেছেন চুল কাটতে। গিয়ে তো এমন খেল দেখিয়েছেন সেখানে যে তাঁকে স্থির রেখে চুল কাটাই মুশকিল হয়ে গিয়েছিল নাপিত মশাইয়ের।
শেষে বাবার নাম কাকার নাম আারও অনেক কিছু জিজ্ঞেস করে ভুলিয়ে রাখা হল তাঁকে।কিন্তু চুল কাটা বোধয় তাঁর বেজায় না-পসন্দ। বারবার সে চিৎকার করে উঠছে আর বলছে "আরে কেয়া কর রহে হো।"
এই ভিডিও সত্যিই মনে করিয়ে দেয় নিজেদের ছোটবেলার কথা। একবার ভিডিও দেখলে এই মিষ্টি খুদেকে বারবার দেখতে ইচ্ছে হবে আপনার।
সোশ্যাল মিডিয়ায় এরকম ভিডিও-র প্রচুর ছড়াছড়ি ৷ দুম করে সেই ভিডিও ভাইরালও হয়ে পড়ে ৷ কখনও কোন বাচ্চা নাচছে, কখনও গান গাইছে ৷ কখনও আবার বাবার সঙ্গে ছোট্ট বাচ্চার খুনশুটি ৷ সোশ্যাল মিডিয়াকে সঙ্গে নিয়ে আজকাল সহজেই জনপ্রিয় হওয়াটা ট্রেন্ড ৷
তবে শুধুই বাচ্চা নয়, বরং দেখা গিয়েছে, নিজের বাড়ির পোষ্যকে সঙ্গে নিয়েও ভাইরাল হয়েছে অনেকেই ৷
করোনা আবহে এই ট্রেন্ড যেন আরও বেড়েছে ৷ কারণ, লকডাউনে থাকা অবস্থায় শুধু সাধারণ মানুষ নয়, বরং সেলিব্রিটিরাও নিজেদের প্রত্যেকদিনের রাজকর্মকে তুলে ধরতেন সোশ্যাল মিডিয়ায় ৷ আর যা পরবর্তীকালে ভাইরাল হয়ে পড়ত ৷
সেরকমই অবস্থা এই শিশুটির, যে লকডাউনে থেকে বাবার হাতে চুল কাটাতে গিয়ে ভীষণই বিরক্ত ! আর তারই প্রতিফলন এই ভিডিও ৷ যা কিনা এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Viral Video