corona virus btn
corona virus btn
Loading

সবজি বিক্রি করতে করতেই ময়ূরকে খাওয়াচ্ছেন দোকানি, ব্যাপক ভাইরাল হল ভিডিও

সবজি বিক্রি করতে করতেই ময়ূরকে খাওয়াচ্ছেন দোকানি, ব্যাপক ভাইরাল হল ভিডিও
Pic: Twitter

এই ভিডিও নিখাদ ভালবাসর ভিডিও । মানুষের সঙ্গে পশুদের নিঃশর্ত ভালবাসার ভিডিও ।

  • Share this:

‘সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে।’। এ কথা তো কবেই বলে গিয়েছেন কবি। প্রকৃত অর্থেই যেন বিশ্বের সকলেই রয়েছে অন্যের জন্য । শুধু মানুষ নয়, আমরা সবাই আসলে সবার উপরে নির্ভরশীল। আর সেই নির্ভরশীলতার কারণেই বেঁচে আছে আমাদের বাস্তুতন্ত্র।

তবে এই ভিডিও নিখাদ ভালবাসর ভিডিও । মানুষের সঙ্গে পশুদের নিঃশর্ত ভালবাসার ভিডিও । এক রাজস্থানী সবজি বিক্রেতার হাত থেকে নিশ্চিন্তে এসে খাবার খেয়ে যাচ্ছে ময়ূর।ওই দোকানিও ব্যবসা সামলানোর ফাঁকেই রাস্তার ময়ুরকে নিজের হাতে করে খাওয়াচ্ছেন ।

ভিডিওটি রমেশ পান্ডে নামের এক আইএফএস অফিসার। ট্যুইটারে ভিডিওটি ভাইরাল হয়ে যায় নিমেষেই ।

Published by: Simli Raha
First published: August 4, 2020, 2:50 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर