#নয়াদিল্লি: সিসিটিভি ফুটেজে দেখা গেল ভয়ঙ্কর দৃশ্য ৷ একটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হল একটি চার চাকা গাড়ির, সেই সিসিটিভি ফুটেজই ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷ ঘটনাটি তামিলনাড়ুর কোয়েম্বাটুরের ৷ সংবাদ সংস্থা এএনআই-এর ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক বাইক আরোহী এনফিল্ড চালিয়ে এলেন ৷ রাস্তার মোড় ঘুরে দাঁড়িয়ে ছিলেন তিনি ৷ হঠাৎই উল্টো দিক থেকে একটি হন্ডা সিভিক সেডান গাড়ি এসে সজোরে ধাক্কা মারল ওই বাইকটিতে ৷ প্রবল ধাক্কায় উড়ে গিয়ে প্রায় ১৫ ফুট দূরে গিয়ে পড়লেন ওই বাইক আরোহী ৷ তবে ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে না বাইক আরোহীর মাথায় হেলমেট আছে কিনা ৷ ওই ব্যক্তিটি বেঁচে আছেন কিনা তাও জানা যায়নি ৷