হোম /খবর /দেশ /
আড়াই বছরের শিশুকে খুন করে খাটের বক্সের মধ্যে রেখে প্রেমিকের সঙ্গে পালাল মা

আড়াই বছরের শিশুকে খুন করে খাটের বক্সের মধ্যে রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেল মা!

প্রতীকী চিত্র৷

প্রতীকী চিত্র৷

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণেই নিজের আড়াই বছরের শিশুপুত্রকে খুন করে প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছে মা ৷

  • Last Updated :
  • Share this:

#চণ্ডীগড়: কলকাতার বেলেঘাটা আর চণ্ডীগড়ের বুরেল যেন অদৃশ্য সুতোয় গাঁথা হয়ে গেল ৷ প্রায়ই একই রকম ঘটনার পুনরাবৃত্তি ফের দেখল দেশ ৷ বেলেঘাটায় নিজের ২ মাসের শিশুকন্যাকে শ্বাসরোধ করে খুন করে সেপটিক ট্যাঙ্কে ফেলে দিয়েছিল মা ৷ অবশ্য এর পিছনে রয়েছে মানসিক ভারসাম্যহীনতা ৷ আর চণ্ডীগড়ে কারণ হিসাবে উঠে এসেছে বিবাহবহির্ভূত সম্পর্ক ৷পুলিশ সূত্রে খবর, গত রবিবার এই ঘটনা ঘটেছে ৷ মৃত শিশুর বাবার নাম দশরথ ৷ স্থানীয় এলাকাতেই ইলেক্ট্রিক মিস্ত্রির কাজ করেন তিনি ৷ রবিবার কাজ থেকে বাড়ি ফিরে ছেলে ও স্ত্রীকে দেখতে পাননি তিনি ৷ ভাবেন স্ত্রী তার বাপের বাড়িতে গিয়েছে ছেলেকে নিয়ে ৷ কিন্তু সেখানে খোঁজ করে জানতে পারেন তারা সেখানে নেই ৷ এরপরেই খোঁজাখুঁজি শুরু হয় ৷দশরথ স্ত্রীর ফোনে বারবার ফোন করতে থাকেন ৷ অবশেষে স্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন তিনি ৷ তখনই অভিযুক্ত ওই মহিলা দশরথকে জানায়, সে ছেলেকে মেরে খাটের বক্সের মধ্যে ঢুকিয়ে রেখে এসেছে ৷ বক্স খুলতেই ছেলের মৃতদেহ পান দশরথ ৷ সঙ্গে সঙ্গে খবর দেন পুলিশে ৷প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণেই নিজের আড়াই বছরের শিশুপুত্রকে খুন করে প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছে মা ৷ দুই অভিযুক্তকে ধরার চেষ্টা করছে পুলিশ ৷

Published by:Simli Raha
First published:

Tags: Murder, Punjab