#তিরুঅনন্তপুরম: ২৭ মে-র ঘটনা। বাজি পোড়া আনারস খেয়ে মর্মান্তিক মৃত্যু হয় একটি হাতির। নড়েচড়়ে বসে গোটা দেশ। একদিকে যেমন প্রতিবাদে সোচ্চার হয়েছেন সাধারণ মানুষ, তেমনই দেশের নানা প্রান্ত থেকে এসেছে পশু নির্যাতনের খবরও। এবার একটি মৃত বাঘকে পাওয়া গেল কেরলেরই জঙ্গলে।
বুধবার কেরলের কুরুচিয়াত রেঞ্জের ওয়ানাড স্যানচুয়ারিতে একটি বাঘের মৃতদেহ পাওয়া যায়। বনদফতরের কর্মীদের অনুমান শিকারীরাই বাঘটিকে হত্যা করেছে। বাঘটিকে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।
Kerala: A tiger was found dead at the Kurichiat Range in Wayanad Wildlife Sanctuary, yesterday. The carcass was sent for post-mortem. pic.twitter.com/aS3ifO9t0Y
— ANI (@ANI) June 11, 2020
উল্লেখ্য মঙ্গলবারও কেরলের পাঠানামথিত্তা জেলায় একটি বাঘের মৃতদেহ পাওয়া গিয়েছিল। বাঘটির গায়ে জোরালো ক্ষত ছিল। বাঘটি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিল। বনকর্মীদের অনুমান মে মাসের ৬ তারিখ থানিঠোড অঞ্চলে হানা দিয়ে এই বাঘটিই এক ৩৮ বছর বয়সি ব্যক্তির প্রাণ নেয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kerala