হোম /খবর /দেশ /
দেশের প্রথম মহিলা মাইক্রো আর্টিস্ট! চালের উপরে ভাগবত গীতা লিখে গড়েছেন নজির

গর্বের মুহূর্ত! দেশের প্রথম মহিলা মাইক্রো আর্টিস্ট! চালের উপরে ভাগবত গীতা লিখে গড়েছেন অনন্য নজির

রামগিরি স্বারিকা ৷ প্রথম মহিলা মাইক্রো আর্টিস্ট ৷ ছবি সৌজন্যে এএনআই ৷

রামগিরি স্বারিকা ৷ প্রথম মহিলা মাইক্রো আর্টিস্ট ৷ ছবি সৌজন্যে এএনআই ৷

এর আগেও তাঁর মাইক্রো আর্টে অনবদ্য অবদানের জন্য তেলঙ্গানার রাজ্যপাল বিশেষ সম্মান প্রদান করেছিলেন তাঁকে

  • Last Updated :
  • Share this:

#হায়দরাবাদ: পরিশ্রমের বিকলপ নেই সঠিক পথে পরিশ্রম করলে কোনও কাজই বৃথা যায়না ৷ এমনই এক কামাল দেখিয়েছেন হায়দরাবাদের এক পড়ুয়া (আইনের ছাত্রী) ৷ তিনি ৪,০৪২ টালের উপরে সম্পূর্ণ গীতা লিখেছেন ৷ দেশের প্রথম মহিলা মাইক্রো শিল্পী ৷ তিনিই মাইক্রো আর্ট প্রজেক্ট প্রস্তুত করেছেন ৷ যেখানে প্রায় ৪,০৪২টি চালের দানায় ভাগবত গীতা লিখেছেন ৷ এই মাইক্রো আর্টিস্টের নাম রামগিরি স্বারিকা জানিয়েছেন এই প্রজেক্টটি সম্পূর্ণ করতে ১৫০ ঘণ্টা সময় লেগেছে ৷

এর মধ্যে তিনি ২,০০০-এর বেশি মাইক্রো প্রজেক্ট সম্পূর্ণ করেছেন ৷ এছাড়াও তিনি মিল্ক আর্ট পেপার কাবিং ও তিলের উপরে এঁকেছেন ৷ এর আগে তিনি চুলের উপরে সংবিধান প্রস্তাবনা লিখেছিলেন ৷ এর জন্য তেলঙ্গানার রাজ্যপাল তাঁকে বিশেষ সম্মান জানিয়েছিলেন ৷রামগিরি স্বরিকা জানিয়েছেন জাতীয় স্তরে নিজের পরিচিতি পেয়েছেন তাঁর কাজের মাধ্যমে ৷ আন্তর্জাতিক স্তরে নিজের শিল্প সৃষ্টি তুলে ধরার কাজকর্ম করছেন ৷

রামগিরি জানিয়েছেন তিনি সর্বদা শিল্প ও সঙ্গীতের পৃষ্ঠপোষক ছোটবেলা থেকেই অনেক পুরস্কার পেয়েছেন ৷ বিগত চার বছর ধরে চালের উপরে গণেশের মূর্তি এঁকে মাইক্রো আর্টের দুনিয়ায় নিজের নাম স্বর্ণখচিত করেছেন ৷ এরপরে তিনি মাত্র একটি চালের উপরে ইংরেজি বর্ণমালা লিখেছিলেন ৷ ২০১৯ সালে রামগিরি সংস্কৃতি অ্যাকাডেমির জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি ভারতের প্রথম মহিলা মাইক্রো আর্টিস্ট হিসাবে সম্মান পেয়েছেন ৷

তিনি জানিয়েছেন ২০১৭ সালে আন্তর্জাতিক অর্ডার বুক অফ রেকর্ডসে সম্মানিত করেছেন ৷ এখনও ২০০০ সালে সব থেকে বেশি মাইক্রো আর্ট করেছেন তিনি ৷ আইন নিয়ে পড়াশুনা করায় ভবিষ্যতে বিচারক হওয়ার স্বপ্ন রয়েছে রামগিরি স্বারিকার ৷

Published by:Arjun Neogi
First published:

Tags: Hyderabad