#বিশাখাপত্তনম: করোনার সঙ্গে লড়তে একেবারে অভিনব উপায় বার করে ফেলল অন্ধ্রপ্রদেশ ৷ কোয়ারেন্টাইনে থাকা মানুষদের দিকে বিশেষ নজর দিতে স্পেশাল খাবারের ব্যবস্থা করে দিল অন্ধ্র সরকার ৷ এই স্পেশাল ফুডের একটাই উদ্দেশ্য, ইমিউন ক্ষমতা বাড়িয়ে রোগ প্রতিরোধ করা ৷ এই মেন্যুর নাম গোরু মুড্ডা !
তা কী রয়েছে এই স্পেশাল মেন্যুতে ?
এই সুপার ফুড মেন্যুতে রয়েছে ২ টো কলা, ২ টো কমলা লেবু, সেদ্ধ ডিম, কাজু বাদাম, কিশমিস, পেস্তা ও খেজুর ৷
অন্ধ্র সরকারের তরফ থেকে সমস্ত করোনা রিলিফ সেন্টার ও কোয়ারেন্টাইন সেন্টারে এই মেনুকে চালুর করার পরামর্শ দেওয়া হয়েছে ৷
Andhra Pradesh: A quarantine center in Vijayawada is serving fruits, dry fruits, and eggs in a bid to boost the immune system of the occupants. All relief centers across the states have also been asked to follow the ' Goru Mudda' menu by the Chief Minister YS Jagan Mohan Reddy. pic.twitter.com/YzGtriPtfT
— ANI (@ANI) April 9, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Virus, Food, Quarantine, Supar food