#ভোপাল: সারা দেশে শুধু নয় বিশ্ব জুড়ে মহামারির মতো বেড়ে চলেছে করোনা। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা লক্ষাধিক। এই অবস্থায় মানুষকে গৃহবন্দি রেখে করা হচ্ছে ভাইরাসের মোকাবিলা। দেশেও লকডাউন বাড়িয়ে ৩ মে পর্যন্ত করা হয়েছে। এই সময় মানুষকে বোঝাতে এবং সারা দেশ জুড়ে সবচেয়ে বড় ভূমিকা পালন করছেন দেশের পুলিশ। তারা গান গেয়ে, কবিতা পড়ে মানুষকে বোঝাচ্ছেন। কিন্তু এই কঠিন কর্মে তাদের মানসিক পরিস্থিতি কেমন থাকে তার খবর কে রাখে !
করোনার জন্য মানুষকে বোঝানো এবং রক্ষার কাজ করছিলেন ভোপালের এক পুলিশ। রাতিবাদ থানায় ডিউটি করছিলেন তিনি। পুলিশ স্টেশনে নিজের বন্দুকে থেকে নিজেই নিজের কাঁধে গুলি চালালেন। যদিও তাঁকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে গিয়ে গুলি অপারেশন করে বার করা হয় ! কিন্তু তিনি এখন আপাতত হাসপাতালেই আছেন। পুলিশের তরফ থেকে বলা হয়েছে তিনি মানসিক চাপের মধ্যে ছিলেন। আর তা থেকেই এই কাণ্ড ঘটিয়েছেন। ওই পুলিশ অফিসার সুস্থ হলে তদন্ত চালাবে পুলিশ।
A Police jawan, posted in Ratibad Police Station, Bhopal, shot himself in his shoulders today. He was under mental stress. He is undergoing an operation and is out of danger. We will talk to him once his condition improves: Bhopal's Inspector General (IG) of Police Upendra Jain
— ANI (@ANI) April 14, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bhopal, Coronavirus, Police