• Home
  • »
  • News
  • »
  • national
  • »
  • হনুমানজির পুজো করতেই ঘাড়ে চড়ে বসলেন তিনি? ভিডিও দেখলে অবাক হবেন আপনিও।  

হনুমানজির পুজো করতেই ঘাড়ে চড়ে বসলেন তিনি? ভিডিও দেখলে অবাক হবেন আপনিও।  

রোজ রোজই সোশ্যাল নেটওয়ার্কে ভাইরাল হয়ে পড়ে নানা ভিডিও ৷

রোজ রোজই সোশ্যাল নেটওয়ার্কে ভাইরাল হয়ে পড়ে নানা ভিডিও ৷

রোজ রোজই সোশ্যাল নেটওয়ার্কে ভাইরাল হয়ে পড়ে নানা ভিডিও ৷

  • Share this:

#নয়াদিল্লি: রোজ রোজই সোশ্যাল নেটওয়ার্কে ভাইরাল হয়ে পড়ে নানা ভিডিও ৷ যা দেখে রীতিমতো শোরগোল শুরু হয়ে যায় নেটপাড়ায় ৷ সেই ভিডিওতে কখনও থাকে মানুষের অদ্ভুত ব্যবহার, কখনও থাকে, সাপ-হাতির নানা বিচিত্র কাণ্ড ৷ তবে এবারের ভিডিওটি একেবারেই আলাদা ৷ এই ভিডিওতে হনুমানজির মন্দিরেই হাজির হনুমান ৷

এই ভিডিওটি ইতিমধ্যেেই ভাইরাল সোশ্যাল নেটওয়ার্কে ৷ ঝড়ের গতিতে শেয়ারও হচ্ছে এটি ৷ নেটিজেনরা তো এই ভিডিও দেখে আপ্লত ৷ এই হনুমানজির কাণ্ড তো টক অফ দ্য টাউন ৷

এরকমও হয়?ভগবান কে ডাকলেই যে তিনি এই ভাবে দেখা দেবেন সেকি পুরোহিত মশাই নিজেও ভেবেছিলেন? তিনি না ভাবলেও হলো এমনটাই। রোজের মতোন হনুমান মন্দিরে পুজো সারছিলেন পুরোহিতমশাই।

হঠাৎ স্বয়ং হনুমানজি এসে চোড়ে বসলেন পুরোহিতের ঘাড়ে।প্রথমটায় তো রীতি  মতন ঘাবড়ে গিয়েছিলেন তিনি। কী করবেন প্রায় দিশাই হারিয়ে ফেলেছিলেন।তারপরে ঘাড় থেকে নেমে নিজের প্রসাদ নিজেই খেতে শুরু করলেন হনুমানজি।

প্রসাদ খাওয়া শেষ হলে চোক পরে ঘন্টার ওপর।সেটাও ছিল তার কাছে বেশ ইন্টারেস্টিং।

হনুমানজির দর্শন পাওয়া কতটা সহজ সেটা বোধহয় পুরোহিতমশাই ছাড়া কারুর বোঝা সম্ভব নয়।

Published by:Akash Misra
First published: