হোম /খবর /দেশ /
সাইকেলে করে বাড়ি ফেরার সময়ে ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় মৃত পরিযায়ী শ্রমিক

সাইকেলে করে বাড়ি ফেরার সময়ে ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় মৃত পরিযায়ী শ্রমিক

মুহূর্তেই সব শেষ, একমাত্র রোজগেরের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া

  • Last Updated :
  • Share this:

#পটনা: বিহারে দুর্ঘটনায় মৃত্যু বেলডাঙার পরিযায়ী শ্রমিকের। কাজ না থাকায় লকডাউনের মাঝে সাইকেলে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। মঙ্গলবার মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। পরিবারের একমাত্র রোজগেরের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বেলডাঙার মঝ্যমপুর এলাকায়।

চার মেয়ে, এক ছেলে ও স্ত্রীকে নিয়ে সংসার ছিল মঝ্যমপুর এলাকার বাসিন্দা কদর আলির। কদর আলি বিহারে ফেরির কাজ করে জীবিকা নির্বাহ করতেন। লকডাউনের ১০ দিন আগে বিহার যায় কদর আলি, যাওয়ার কিছুদিনের মধ্যেই লকডাউন শুরু হওয়ায় কাজ হারায় কদর, দিনকে দিন বেড়েই চলছিল লকডাউন, তার কাছে যা টাকা পয়সা ছিল সব শেষ হয়ে যাওয়ায় ৷ সাইকেল নিয়ে বিহার থেকে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন কদর আলি।

সাইকেলে করে বাড়ি ফেরার পথে রবিবার বিহারে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ওই পরিযায়ী শ্রমিকের। খবর আসতেই কান্নার রোল ওঠে পরিবারে। মঙ্গলবার মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া, এদিনই শেষকৃত্য সম্পূর্ণ হয় তার।

Published by:Arjun Neogi
First published:

Tags: Bihar, Coronavirus, COVID-19