#ঔরঙ্গাবাদ: কথা ছিল চার হাত এক হবে । ৬ মাস আগে থেকেই শুরু হয়েছিল স্বপ্ন বোনা । পরিবারের দেখাশোনায়, পরিবারের উপস্থিতিতেই ঠিক হয়েছিল বিয়ের দিন । কিন্তু কে জানত, জীবনের এই অন্যতম বিশেষ দিনটায় এ ভাবে সর্বনাশ নেমে আসবে ? হঠাৎ করে বিশ্বকে কাঁপিয়ে দেওয়া মারণ ভাইরাস করোনার আতঙ্কে সেই স্বপ্নটাই ভেস্তে যেতে বসেছিল । কিন্তু মন মানতে চায়নি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের এই যুগলের ।মহম্মদ মিনহাযুধ স্থির করেন নির্দিষ্টি দিনেই বিয়ে করবেন প্রিয়তমাকে । কিন্তু ম্যারেজ হল বন্ধ । দোকানপাট খোলা নেই । সোশ্যাল গ্যাদারিংও নিষিদ্ধ । তাহলে কীভাবে হবে বিয়ে?
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Lockdown, Maharashtra, Marriage, Video Call