হোম /খবর /দেশ /
করোনার কাছে হার মানলেন না, ভিডিও কলেই বিয়ে সারলেন যুবক-যুবতী

করোনার কাছে হার মানলেন না, ভিডিও কলেই বিয়ে সারলেন যুবক-যুবতী

প্রতীকী চিত্র ।

প্রতীকী চিত্র ।

এই পরিস্থিতিতে প্রযুক্তিকেই কাজে লাগাতে চান মহম্মদ । ঠিক করেন, বিয়ে করবেন । তবে ভিডিও কলের মাাধ্যমে ।

  • Last Updated :
  • Share this:

#ঔরঙ্গাবাদ: কথা ছিল চার হাত এক হবে । ৬ মাস আগে থেকেই শুরু হয়েছিল স্বপ্ন বোনা । পরিবারের দেখাশোনায়, পরিবারের উপস্থিতিতেই ঠিক হয়েছিল বিয়ের দিন । কিন্তু কে জানত, জীবনের এই অন্যতম বিশেষ দিনটায় এ ভাবে সর্বনাশ নেমে আসবে ? হঠাৎ করে বিশ্বকে কাঁপিয়ে দেওয়া মারণ ভাইরাস করোনার আতঙ্কে সেই স্বপ্নটাই ভেস্তে যেতে বসেছিল । কিন্তু মন মানতে চায়নি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের এই যুগলের ।মহম্মদ মিনহাযুধ স্থির করেন নির্দিষ্টি দিনেই বিয়ে করবেন প্রিয়তমাকে । কিন্তু ম্যারেজ হল বন্ধ । দোকানপাট খোলা নেই । সোশ্যাল গ্যাদারিংও নিষিদ্ধ । তাহলে কীভাবে হবে বিয়ে?এই পরিস্থিতিতে প্রযুক্তিকেই কাজে লাগাতে চান মহম্মদ । ঠিক করেন, বিয়ে করবেন । তবে ভিডিও কলের মাাধ্যমে । যেমন কথা, তেমন কাজ । ভিডিও কলের একদিকে মহম্মদ, অন্যদিকে লজ্জাবনত দু’টি চোখ । দু’জনেই স্বীকার করেন, ‘কবুল, কবুল, কবুল ।’ শুভ বিবাহ সুসম্পন্ন ।

Published by:Simli Raha
First published:

Tags: Coronavirus, Lockdown, Maharashtra, Marriage, Video Call