#নয়াদিল্লি: রবিবার দিল্লি পুলিশের বিশেষ একটি সেলের তরফ থেকে গ্রেফতার করা হল ২৯ বছর বয়সি এক দাগি আসামীকে। শহরের দক্ষিণে ছাতারপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে। অভিযুক্তের নাম আতাউর রহমান। স্থানীয় সঙ্গম বিহারের বাসিন্দা সে। ছাতারপুর পাহাড়ি এলাকায়, রাত ৯টা ৪০ মিনিট নাগাদ পুলিশ গ্রেফতার করে তাকে। পুলিশ জানিয়েছে, একটি সেমি-আটোম্যাটিক পিস্তল এবং ৫টি কার্তুজ পেয়ে, বাজেয়াপ্ত করা হয়েছে আতাউরের কাছ থেকে।
পুলিশের বিশেষ সেলের উচ্চপদের একজন কর্মী, প্রমোদ সিংহ খুশওয়াহা জানিয়েছেন, “রবিবার, ছাতারপুর এলাকার কাছাকাছি বাইক চালিয়ে যাচ্ছিল আতাউর রহমান। সে সময়েই তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে পুলিশ। আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু তার পরিবর্তে, সে গুলি চালায় পুলিশের দিকে। এরপর পুলিশের দিক থেকেও গুলি ছোড়া হলে, তার ডান পায়ে আঘাত লাগে।”
প্রমোদ সিংহ আরও জানিয়েছেন, গোলাগুলি চলে মোট পাঁচ রাউন্ড। এরপর বাগে পেয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। আহত অবস্থায় আতাউর-কে নিয়ে যাওয়া হয় সফদরজং হাসপাতালে। প্রসঙ্গত, একটি অথবা দু’টি নয়, দশটি ফৌজদারি মামলা চলছিল আতাউর রহমানের বিরুদ্ধে। রাজধানী শহরে ঘটে যাওয়া বেশ কয়েকটি খুনের ঘটনা, হত্যার চেষ্টা এবং হামলার সঙ্গে জড়িয়েছে তার নাম।
পুলিশের তরফে জানানো হয়েছে, বিজেপি কাউন্সিলর সুভাষ ভাদানা’র ভাই কৃষান ভাদানা’র খুনের মামলায় জামিন পেয়েছিল আতাউর। এরপর, গত ১০ মাস ধরে ফেরার ছিল সে। এতদিনে ধরা পড়ল এতগুলি মামলায় অভিযুক্ত এই ফেরারি আসামী।