হোম /খবর /দেশ /
১২ সেকেন্ডে কাবু বিমান অপহরণকারী, আজকের দিনেই সফল হয়েছিল অপারেশন অশ্বমেধ

১২ সেকেন্ডে কাবু বিমান অপহরণকারী, আজকের দিনেই সফল হয়েছিল অপারেশন অশ্বমেধ

অপারেশন অশ্বমেধ সফল করেছিল এনএসজি৷ PHOTO- FILE

অপারেশন অশ্বমেধ সফল করেছিল এনএসজি৷ PHOTO- FILE

বেলা ১.৫৭ মিনিটে দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শ্রীনগরের উদ্দেশে রওনা দেয় ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বিমান৷ মোট ১৩৫ জন যাত্রী এবং ৬ জন বিমানকর্মী ছিলেন তাতে৷

  • Last Updated :
  • Share this:

১৯৯৩ সালের ২৪ এবং ২৫ এপ্রিল৷ ভারতের সন্ত্রাস দমনের ইতিহাসে এই দিনদু'টি বিশেষ উল্লেখযোগ্য৷ কারণ ২৭ বছর আগে এই তারিখেই অপারেশন অশ্বমেধের সফল রূপায়ণ করেছিল এনএসজি৷ সেদিন অমৃতসরে মাত্র ১২ সেকেন্ডের মধ্যে বিমান অপহরণকারীকে ঘায়েল করে ১৪১ জন যাত্রী এবং বিমানকর্মীদের নিরাপদে উদ্ধার করেছিল এনএসজি-র কম্যান্ডোরা৷

কী ঘটেছিল সেদিন?বেলা ১.৫৭ মিনিটে দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শ্রীনগরের উদ্দেশে রওনা দেয় ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বিমান৷ মোট ১৩৫ জন যাত্রী এবং ৬ জন বিমানকর্মী ছিলেন তাতে৷ আকাশে ওড়ার আধ ঘণ্টার মধ্যেই মহম্মদ ইউনুফ শাহ নামে এক অপহরণকারী বিমানটি ছিনতাই করে৷ বিমানটি কাবুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে ওই ছিনতাইকারী৷ কিন্তু ছিনতাইয়ের কথা জানতে পেরে পাকিস্তান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়৷ ফলে কাবুলের দিকে এগোতে না পেরে ভারতের আকাশেই চক্কর কাটতে থাকে বিমানটি৷ শেষ পর্যন্ত জ্বালানি নেওয়ার জন্য বিমানটি অমৃতসর বিমানবন্দরে নামানো হয়৷

অপহরণকারী কে ছিল?ওই ছিনতাইকারী যুবক দিল্লি বিমানবন্দর থেকে পায়ে প্লাস্টার করে বিমানে উঠেছিল৷ বিমানবন্দরে এক চিকিৎসক সহযাত্রীকে নিজের নাম রিজভি বলে জানিয়েছিল৷ পায়ের প্লাস্টারের সঙ্গে ধাতব রড লাগিয়ে রেখেছিল ওই যুবক৷ মেটাল ডিটেক্টরে সতর্ক করে আওয়াজ হওয়া সে নিরাপত্তরক্ষীদের জানায়, প্লাস্টার করার জন্যই ধাতব রড লাগিয়েছেন চিকিৎসকরা৷ এর পরই তাঁকে বিমানে ওঠার অনুমতি দেয় নিরাপত্তা কর্মীরা৷ কিন্তু আসলে ওই প্লাস্টারের আড়ালেই জোড়া বন্দুক লুকিয়ে রেখেছিল সে৷ বিমান ছিনতাইয়ের পর সে নিজের নাম জেনারেল হাসান বলে জানিয়েছিল৷ হিজবুল কম্যান্ডার সইদ সলাউদ্দিনের নির্দেশে সে বিমান ছিনতাই করেছিল বলে জানায় ওই অপহরণকারী৷ পরে অবশ্য তাঁর নাম জালালউদ্দিন ওরফে মহম্মদ ইউনুস শাহ বলে জানা গিয়েছিল৷

ইন্ডিয়ান এয়ারলাইন্সের এমনই একটি বিমান সেদিন অপহরণ করা হয়েছিল৷

কীভাবে চলে দর কষাকষি?অমৃতসরে বিমানটি পৌঁছনোর পরেই পুলিশের তরফে বারবার ওই যুবকের সঙ্গে কথা বলে তাঁর দাবি জানতে চাওয়ার চেষ্টা করা হয়৷ কিন্তু বিমানটি কাবুলে নিয়ে যাওয়ার দাবিতে অনড় ছিল ওই অপহরণকারী৷ কোনও কথা শুনতেই রাজি ছিল না সে৷ এমন কী পঞ্জাব পুলিশের ডিজিপি-ও তার সঙ্গে কথা বলতে চেয়ে ব্যর্থ হয়েছিল৷

বিমান ওড়ানোর হুমকিএইভাবেই ঘণ্টার পর ঘণ্টা কেটে যায়৷ শেষ পর্যন্ত রাত এগারোটা নাগাদ চরম হুমকি দেয় অপহরণকারী৷ বিমানের মধ্যেই শূন্যে গুলি চালায় সে৷ তার কথা মতো বিমান কাবুলে নিয়ে না যাওয়া হলে বিস্ফোরণ ঘটিয়ে সেটি উড়িয়ে দেওয়ার হুমকি দেয় সে৷

রাত ১টায় শুরু অপারেশন অশ্বমেধঅপহরণকারীর সঙ্গে মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত এনএসজি-কে অপারেশনে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়৷ প্রায় দু' ঘণ্টা বাইরে থেকে পরিস্থিতি বুঝে নেয় এনএসজি-র ৫২ স্পেশ্যাল অ্যাকশন গ্রুপের কম্যান্ডোরা৷ ততক্ষণ ওই অপহরণকারীকে আলোচনায় ব্যস্ত রাখেন পঞ্জাব পুলিশের প্রধান কেপিএস গিল৷ রাত ১ টায় বিমানের ছ'টি দরজা খুলে একসঙ্গে বিমানে ঢুকে পড়েন ষাটজন কম্যান্ডো৷ অপহরণকারী কিছু বুঝে ওঠার আগেই সাইলেন্সর লাগানো বন্দুকের গুলিতে তাকে ঘায়েল করে ফেলে কম্যান্ডোরা৷ ঠিক ১.০৫ মিনিটে জখম অপহরণকারীকে নিয়ে বিমান থেকে বেরিয়ে আসে এনএসজি কম্যান্ডোরা৷ বিভিন্ন সূত্র মারফত জানা যায়, বিমানে প্রবেশের পর ওই অপহরণকারীকে ঘায়েল করতে মাত্র বারো সেকেন্ড সময় নিয়েছিল এনএসজি কম্যান্ডোরা৷ আর গোটা অপারেশন শেষ হতে সময় লেগেছিল মোট পাঁচ মিনিট৷

অপহরণকারীর মৃত্যু ঘিরে রহস্যবিমান ছিনতাইকারীকে পঞ্জাব পুলিশের হাতে তুলে দেয় এনএসজি কম্যান্ডোরা৷ কিন্তু সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয় বলে দাবি করা হয়৷ যদিও একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে পরে চাঞ্চল্যকর দাবি করে বলা হয়, অমৃতসর বিমানবন্দরে ওই অপহরণকারীকে জেরা করার পরেই তার রহস্যমৃত্যু হয়৷

Published by:Debamoy Ghosh
First published: