#নয়াদিল্লি: একই কথা যেন বার বার বলেই যাচ্ছিলেন কৃষক মান সিং ৷ বলেই যাচ্ছিলেন খাবার কোথায় পাব? কী খাওয়াবো অসুস্থ স্ত্রীকে ? একটু খোঁজ দিন...তারপরই হঠাৎ চুপ...অনেকে মারা যাবে, অনেকে অসুস্থ, খাবার নেই, থাকার জায়গা নেই৷ কী করি বলুন তো?
প্রশ্নের উত্তর হয়তো এতটা সহজ নয়, তাই উত্তর না দিয়ে মন দিয়ে মান সিংয়ের কথাই শুনে যাওয়া ৷ আমাকে নিয়ে চলল, এইমসের পাশে এক সাবওয়েতে ৷ দূর থেকে দেখলাম এক জীর্ন শরীরের মহিলাকে, শুয়ে আছে, ক্লান্ত ! ৭২ ঘণ্টা ধরে মুখে সেরকম মুখে কিছু ওঠেনি মান সিং তাঁর অসুস্থ স্ত্রী সুমনা দেবীর ৷ খাদ্যনালীর ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি ৷
মান সিং বলল, হঠাৎই বউ অসুস্থ হয়ে পড়ে ৷ দেরি করিনি ৷ উত্তর প্রদেশের শাহজাহানপুর থেকে সোজা দিল্লিতে নিয়ে এসেছি ১৯ মার্চ ৷ ডাক্তার বলল, আমার স্ত্রীয়ের খাদ্যনালীতে ক্যানসার ৷ ওষুধ দিল ৷ ডাক্তার বলল, এই ওষুধ এক মাস খেতে হবে, কেমন কাজ করছে তা জানাতে হবে ৷ তবে গিয়ে আবার নতুন চিকিৎসা শুরু হবে ৷ আমি ভাবলাম, অসুস্থ স্ত্রীকে নিয়ে আবার এতটা রাস্তায় ফিরব? তার থেকে ফুটপাতেই এক, দু’দিন থেকে যাই ৷ যদি স্ত্রীয়ের শরীর বেগতিক লাগে, তাহলে চিকিৎসকের কাছে নিয়ে যেতে সুবিধা হবে ৷
সাবওয়েতে শুধু মান সিংয়ের স্ত্রী সুমনা দেবী নয়, শুয়ে ছিলেন আরও অনেক অসুস্থ মানুষ ৷ হয়তো সবার নেপথ্যেই এরকম গল্প ৷
মান সিং বলেই চলল, কে জানত হঠাৎ করে প্রধানমন্ত্রী গোটা দেশ বন্ধ করে দেবে ৷ দোকানপাট, গাড়ি-ঘোড়া সব বন্ধ ৷ একটু যদি আগে জানতাম, তাহলে স্ত্রীকে নিয়ে বাড়িতেই চলে যেতাম ৷ এখানে ফুটপাতে না খেয়ে মরার থেকে নিজের বাড়িতে মরা তো অনেক ভালো !
Input From News18
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Delhi