#মুম্বই: করোনা আতঙ্কে এখন গৃহবন্দী গোটা দেশই । আর সেই সুযোগেই যেন ডানা মেলতে চলেছে এই বসুন্ধরা । কবি লিখেছিলেন, ‘দাও ফিরে সে অরণ্য, লও এ নগর।’ গোটা দেশ যখন কাবু ক্ষুদ্রাতিক্ষুদ্র একটি ভাইরাসের চোখ রাঙানিতে, বিশ্ব যখন নাভিঃশ্বাস তুলছে । তখন আপন খেয়ালে ফের নিজেকে একটু গুছিয়ে নিচ্ছে প্রকৃতি । মানুষের অত্যাচারে একটু ওলোটপালট হয়ে যাওয়া, অনেকটা দূষণ বেড়ে যাওয়া, আন্টার্টিকার গলে যাওয়া বরফ, বেড়ে যাওয়া জলস্তর, কমে যাওয়া সবুজ, ফিকে হয়ে যাওয়া অক্সিজেন, সবটাই আবার একটু একটু করে সাজিয়ে নিচ্ছে প্রকৃতি মা । নিস্তেজ হয়ে যাওয়া শহরে লকডাউনের মধ্যে বিনা চিন্তায় হেঁটে বেড়িয়েছে হরিণ, নীলগাই, বাঘরোল, ভামের দল । পরিষ্কার আকাশে আরও পরিষ্কার বাতাসে প্রাণ ভরে শ্বাস নিয়েছে সকলে । খাওয়ার উপযুক্ত হয়ে উঠেছে গঙ্গার জল ।
এর আগে নভি মুম্বইয়ের জলাশয়ে উড়ে এসেছিল হাজার হাজার গোলাপি ফ্লেমিঙ্গোর দল । এ বার প্রকাশ্য দিনের আলোয় মুম্বইয়ের রাস্তায় ঘুরল হরিণের দল । লকডাউনে মানুষ গৃহবন্দি হয়ে পড়ায় দূষণ অনেকটাই কমেছে । যার ফলস্বরূপ মুম্বইয়ের মিথি নদীর পাশে দেখা গেল হরিণদের নিশ্চিন্তে ঘুরে বেড়াতে ।
Positive effects of lockdown.
Location - Mumbai city - Near River Mithi Starting point. Date /time - 2nd July evening . This is right in the heart of the mumbai city. Our cleanup of River Mithi started at this very spot. Leave mother nature alone. Mother nature revives. pic.twitter.com/SDS2RvdcWI — Afroz shah (@AfrozShah1) July 3, 2020
২০১৫ সালে যিনি ভারসোভা বিচ ক্লিনআপ কর্মসূচী শুরু করেছিলেন সেই আফরোজ শাহ ৩ জুলাই ট্যুইটারে ভিডিওটি শেয়ার করেন । মুহূর্তের মধ্যে হাজার হাজার কমেন্ট, লাইক, শেয়ার শুরু হয়ে যায় । সকলেই লিখতে থাকেন, এটা সত্যিই মুম্বই! বিশ্বাস করা যাচ্ছে না ।
উল্লেখ্য, এই মিথি নদীকে পরিষ্কার করার গুরু দায়িত্বও নিজের উপরেই নিয়েছেন আফরোজ । গত ৫ বছর ধরে সে জন্য অক্লান্ত পরিশ্রম চালিয়ে গিয়েছেন তিনি ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।