corona virus btn
corona virus btn
Loading

লকডাউনে বাবা আটকে ভিন রাজ্যে, টাকার ঘট ভেঙে মায়ের সৎকারের খরচ জোগালো মেয়ে !

লকডাউনে বাবা আটকে ভিন রাজ্যে, টাকার ঘট ভেঙে মায়ের সৎকারের খরচ জোগালো মেয়ে !

যাঁরা এখনও ছেলে-মেয়ের অন্তর করেন, তাঁদের আবারও ভেবে দেখার সময় এসেছে ৷ আবার নিজেরে ভাবনাকে বদলে দেওয়ার সময় এসেছে ৷ আর তাই যেন চোখে আঙুল দিয়ে দেখাল লকডাউনের ছাপড়ার এক ঘটনা ৷

  • Share this:

#ছপড়া: যাঁরা এখনও ছেলে-মেয়ের অন্তর করেন, তাঁদের আবারও ভেবে দেখার সময় এসেছে ৷ আবার নিজের ভাবনাকে বদলে দেওয়ার সময়ও এসেছে ৷ আর তাই যেন চোখে আঙুল দিয়ে দেখাল লকডাউনের ছাপড়ার এক ঘটনা ৷

মা রাজমুণি দেবীকে নিয়ে ছাপড়ার এক গ্রামেই থাকে শ্রমিক রাজবল্লভ সিংয়ের একমাত্র কন্যা ৷ রাজবল্লভ এখন রয়েছেন সুরাটে ৷ লকডাউনের জন্য ফিরতে পারেননি নিজের গ্রামে ৷ এদিকে গ্রামে গুরুতর অসুস্থ হয়ে পড়েন রাজবল্লভের স্ত্রী রাজমুণি ৷ রবিবার রাতেই মৃত্যু হয় তাঁর ৷ বাবা অন্য রাজ্যে না থাকায় বাড়িতে সেরকম টাকা পয়সা ছিল না স্ত্রীয়ের ৷ তবে তারই মধ্যে অল্প অল্প করে ছোট্ট ঘটে অর্থ সঞ্চয় করতেন রাজবল্লভের মেয়ে ৷ সেই সঞ্চয়ই ব্যয় করলেন মায়ের শেষকৃত্যে ৷ শুধু তাই নয়, মায়ের মুখাগ্নিও করল মেয়ে ৷

জানা গিয়েছে, মা হারা মেয়ের পাশে এখন দাঁড়িয়েছে গোটা গ্রাম ৷

Published by: Akash Misra
First published: May 26, 2020, 5:46 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर