শ্রীনগর থেকে প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানিয়েছেন ‘আমাদের সেনা লক্ষ্য করে সন্দেহজনক মুভমেন্ট হওয়া শুরু হয় কেরান বরাবর এলওসিতে ৷ সন্দেহজনক অনুপ্রবেশের জন্য সেনাকে সতর্ক করে দেওয়া হয়৷
কোনও উস্কানি ছাড়াই সীমন্ত সংঘর্ষের পথে এগোয় পাকিস্তান৷ ভাঙ হয় সিজফায়ার৷
এদিকে উরিতে সীমান্ত এলাকায় সংঘর্ষ বিরতি লঙ্ঘিত হওয়ায় ইতিমধ্যেই ৩ জন নাগরিক, ২ জন সেনা জওয়ান, ১ জন বিএসএফ ট্রুপারের মৃত্যু হয়েছে৷
মৃত তিন নাগরিকের নাম
১) ইরশাদ আহমেদ, ২) তৌব মীর, ৩) ফারুকা বেগম
সেনা আধিকারিকরা
১) জেনারেল সুবোধ ঘোষ, ২) জেনারেল হারাধন চন্দ্র রায়
বিএসএফ
১) সাব ইন্সপেক্টর জিডি রাকেশ ডোভাল
এদিকে পাল্টা গুলির লড়াইতে ৭ থেকে ৮ জন পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে৷
7-8 Pakistan Army soldiers killed in retaliatory firing by Indian Army in response to ceasefire violations from across Line of Control. The list of Pakistan Army soldiers killed includes 2-3 Pakistan Army Special Service Group (SSG) commandoes: Indian Army sources
— ANI (@ANI) November 13, 2020
সর্বভারতীয় সংবাদ সংস্থা এই খবর জানিয়েছে৷