corona virus btn
corona virus btn
Loading

ঘরে বসে বিরক্ত হয়ে বন্ধুদের সঙ্গে তাস খেললেন ট্রাক চালক, একসঙ্গে ২৪ জন করোনা আক্রান্ত!

ঘরে বসে বিরক্ত হয়ে বন্ধুদের সঙ্গে তাস খেললেন ট্রাক চালক, একসঙ্গে ২৪ জন করোনা আক্রান্ত!
প্রতীকী চিত্র ।
  • Share this:

#অমরাবতী: বারবার বলা সত্ত্বেও মানা হচ্ছে না সোশ্যাল ডিসট্যান্সিং বা সামাজিক দূরত্ব । দেশে বকডাউ চলছে ১ মাস হল । তারপরেও পুলিশ, প্রশাসনকে বারবার সতর্ক করতে হচ্ছে মানুষকে । যে ভাবে দেশে-বিদেশে করোনা ভাইরাস ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে তাতে লকডাউন ছাড়া আর অন্য পথ নেই । সময়ের সঙ্গে সঙ্গে লাফিয়ে বাড়ছে ভারতের করোনা আক্রান্তের সংখ্যা। আর সেই সঙ্গে করোনা ভাইরাস সংক্রমণের ভয় জাঁকিয়ে বসছে ভারতের বুকে। এ দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৭৮ জন। একদিনে আক্রান্ত হয়েছেন আরও ১৪৯০ জন। যার হাত ধরে দেশে আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৯৪২-এ। এরপরেও লকডাউন অমান্য করে ফের নতুন করে ২৪ জন আক্রান্ত হলেন অন্ধ্র প্রদেশে । ঘরে বসে বসে ক্লান্ত হয়ে বিজয়ওয়ারার এক ট্রাক চালক গিয়েছিলেন পাড়াপ্রতিবেশীদের সঙ্গে তাস খেলতে । এক তাসের আড্ডা থেকেই করোনা ছড়াল ২৪ জনের শরীরে । এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়ারা হল রাজ্যের অন্যতম হটস্পট । ১০০ জন ছাড়িয়েছে সেখানে করোনা আক্রান্তের সংখ্যা । গত ২৪ ঘণ্টাতেই সংক্রমিত হয়েছে নতুন ২৫ জন ।

First published: April 26, 2020, 9:48 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर