হোম /খবর /দেশ /
FilmFare 2020: CAA ইস্যু ভোলাতেই কি রাজ্যে জমকালো ফিল্মফেয়ার ? গর্জে উঠল অসম

FilmFare 2020: CAA ইস্যু ভোলাতেই কি রাজ্যে জমকালো ফিল্মফেয়ার ? গর্জে উঠল অসম

অসম আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও ফিল্মফেয়ারকে বয়কট করার উঠল ডাক৷

  • Last Updated :
  • Share this:

#গুয়াহাটি: তারকার রাত ৷ রঙিন সন্ধে৷ একের পর এক বলিউডের উজ্জ্বল মুখ যখন ফিল্মফেয়ারে স্টেজকে মাতিয়ে রাখছে, ঠিক তখনই দেশের সেরা ফিল্ম পুরস্কারকে নিয়ে প্রতিবাদে গর্জে উঠল অসমের শিল্পী মহল ৷ অসম আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও ফিল্মফেয়ারকে বয়কট করার উঠল ডাক৷

অসমের শিল্পী মহলের প্রতিবাদের ভাষায় উঠে এল দেশের বিতর্কীত ইস্যু CAA ৷ অসমের সংস্কৃতি, সাহিত্য, সিনেমার সঙ্গে যুক্ত স্বনামধন্য ব্যক্তিবর্গের কথায়, ‘যে রাজ্যে CAA ইস্যু নিয়ে প্রতিবাদ এখনও চলছে ৷ বিক্ষোভে আগুন জ্বলছে ৷ সেই রাজ্যে ফিল্মফেয়ারের অনুষ্ঠান মানে তো বিজেপির আইওয়াশ ! এই রাজ্যের মানুষকে রঙিন আলোয় চোখে ধাঁধা দেওয়া ? ’

অসমের বুদ্ধিজীবীদের একাংশের মতে, যে রাজ্যে কিছুদিন আগে অসমের মাটিতে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গিয়েছে ১৭ বছর বয়সের এক গায়কের ৷ সেই মাটিতে কীভাবে বিনোদনের জন্য পুরস্কার সন্ধে আয়োজন হয় !

শুধু তাই নয়, বুদ্ধিজীবীরা মনে করছেন এই ফেস্টিভ্যাল কোনওভাবেই অসমকে উপকৃত করে না ৷ ব্যবসায়ীক দিক থেকেই এক শ্রেণির মানুষের উপকার করে এই ধরনের অনুষ্ঠান ৷ এই অনুষ্ঠান থেকে লাভ হওয়া টাকা কি CAA পিড়িত মানুষ বা পরিবারদের হাতে তুলে দেওয়া হবে?

গত বছরের নভেম্বর মাসেই টাইমস গ্রুপের সঙ্গে ফিল্মফেয়ার অনুষ্ঠান নিয়ে এক মউ স্বাক্ষর করে অসম সরকার ৷ বিরোধীদের কথায়, অসম বিজেপি সরকার মনে করেছিল এই রঙিন অনুষ্ঠানের মধ্যে অসমের মানুষজন CAAএর প্রতিবাদ ভুলে যাবেন ৷ এমনকী, ভুলে যাবেন ১৭ বছর বয়সি সঙ্গীত শিল্পী স্যাম স্ট্যাফোর্ডকে, ভুলে যাবে কার্ফু, ইন্টারনেট সাটডাউন, নিহতের মৃত্যুকে !

Published by:Akash Misra
First published:

Tags: Bollywood, CAA, Film Fare 2020