#বেঙ্গালুরু: বড়দিন মানেই কেক ৷ ফ্রুট কেক বা প্লাম কেক ছাড়া ক্রিসমাস সেলিব্রেশন তো ভাবাই যায় না ৷ কিন্তু এবার কেকের বাজারেও থাবা বসিয়েছে থিম ৷ হ্যাঁ, ‘লন্ডন ব্রিজ’ কেক ৷ আর সেটা এক পাউন্ড বা দু’পাউন্ডের নয় ৷ এর ওজোন ৫০০ কেজি !
হ্যাঁ, লন্ডন ব্রিজের আদলে ৫০০ কেজির কেক তৈরি করে চমকে দিয়েছে বেঙ্গালুরু ৷ শহরে এবার কেক শো-র আয়োজন করা হয়েছে ৷ যার অন্যতম প্রধান আকর্ষণ হল এই ৫০০ কেজির কেক ৷ বেঙ্গালুরুতে অনুষ্ঠিত এই অভিনব কেক শো, ভারতের সবচেয়ে বড় কেক শো ৷ ৫০০ কেজির এই বিশাল কেক তৈরি করেছেন বেঙ্গালুরুর এক কনফেকশনারি ব্যবসায়ী সি রামাচন্দ্রন ৷
এই অভিনব কেক শো নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা তৈরি হয়েছে শহর জুড়ে৷ কারণ হাতের সামনে নানান ডিজাইনের, নানান মাপের কেক দেখতে পাওয়া যাচ্ছে ৷ এই অনুষ্ঠানে রয়েছে ৭.৫ ফিট লম্বা একটি ড্রাগন কেক৷ এছাড়া থাকছে ‘হ্যাঙ্গিং ম্যাজিক কার্পেট’, ‘সিক্রেট সান্টা’, ‘রয়্যাল রাজস্থান’, ‘তানজোর পেন্টিং’, ‘কুকি ডল হাউজ’-র আদলে তৈরি কেকও৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ৫০০ কেজি কেক, 500KG Cake, Bengaluru, Christmas Cake, London Bridge Cake, ক্রিসমাস কেক