হোম /খবর /দেশ /
নিজের ৮ বছরের নাবালিকা শিশুকন্যাকে ২ বছর ধরে লাগাতার ধর্ষণ করত ৩৪ বছরের বাবা!

নিজের ৮ বছরের নাবালিকা শিশুকন্যাকে ২ বছর ধরে লাগাতার ধর্ষণ করত ৩৪ বছরের বাবা!

  • Last Updated :
  • Share this:

#সোলাপুর: এর কোনও শেষ নেই ৷ সংবাদপত্রের পাতায় এত বিতর্ক, নিন্দা, সমালোচনা, শাস্তি, ধিক্কার দেখেও বদলাচ্ছে না ধর্ষকদের চেহারাটা ৷ কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, সর্বত্র একই ছবি ৷ দেশের সর্বত্র, প্রতিনিয়ত ধর্ষিত হতে হচ্ছে মেয়েদের ৷ মৌন মিছিল, প্রতিবাদ, আইন-আদালতেও সমাজ যে তিমিরে ছিল, সেই তিমিরেই রয়েছে ৷নিজের সন্তানকেও রেহাই দিল না নিজেরই বাবা ৷ বাবার কাছেও আর সুরক্ষিত নয় খুদে প্রাণ ৷ এমনই ঘটনা ঘটল মহারাষ্ট্রের সোলাপুরের মাধা তেহশিল ৷ ৩৪ বছরের বাবা ধর্ষণ করল নিজেরই বছর আষ্টেকের ছোট মেয়েকে ৷ ঘটনাটি ঘটেছে সোমবার ৷ মাধা পুলিশ স্টেশনে মঙ্গলবার অভিযোগ দায়ের করেছেন মেয়েটির মা ৷ ওই মহিলা পুলিশকে জানিয়েছেন, সে সময় উনি বাড়ি ছিলেন না ৷ বাড়ি ফিরে মেয়ের পেটে ব্যথা দেখে তাকে কী হয়েছে জিজ্ঞাসা করেন তিনি ৷ তখনই বাবার কুকীর্তির কথা মা’কে জানায় মেয়ে ৷তবে ঘটনাটি একদিনে নয় ৷ পুলিশ জানতে পেরেছে, গত ২ বছর ধরে মেয়েকে লাগাতার যৌন নির্যাতন করছিল বাবা ৷ স্ত্রী জেনে ফেলায় তাঁকেও হুমকি দিয়েছিল ওই ব্যক্তি ৷ শেষমেশ থাকতে না পেরেই পুলিশের কাছে অভিযোগ জানান ওই মহিলা ৷ অভিযুক্ত ওই ব্যক্তিকে POCSO মামলায় গ্রেফতার করা হয়েছে ৷

Published by:Simli Raha
First published:

Tags: Maharashtra, Rape