Home /News /national /
নোট বাতিলের পর করদাতার সংখ্যা বেড়েছে ৯১ লক্ষ

নোট বাতিলের পর করদাতার সংখ্যা বেড়েছে ৯১ লক্ষ

ডিমনিটাইজেশনের পর থেকে আয়করের আওতায় এসেছেন আরও ৯১ লক্ষ লোক মানুষ ৷

  • Last Updated :
  • Share this:

    #নয়াদিল্লি: ডিমনিটাইজেশনের পর থেকে আয়করের আওতায় এসেছেন আরও ৯১ লক্ষ লোক মানুষ ৷ মঙ্গলবার ‘অপারেশন ক্লিন মানি’ নামে নতুন এক ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধনের সময় এমনটাই জানালেন অর্থমন্ত্রী অরুণ জেটলিনোট বাতিলের পর থেকেই হিসাব বহির্ভূত অর্থ রাখা সম্ভব হচ্ছে না ৷ পাশাপাশি ক্যাশে লেনদেনের বদলে এখন ডিজিটাল পেমেন্টের প্রবণতা অনেকটাই বেড়ে গিয়েছে মানুষের মধ্যে ৷ এর ফলে আয়করের আওতায় এসেছেন বহু মানুষ ৷ এর জেরে কেন্দ্রের আয়কর সংগ্রহ বেড়েছে বলে জানিয়েছেন জেটলি।তিনি আরও জানিয়েছেন, নোট বাতিলের পর থেকে আয়কর প্রদানকারীদের সংখ্যা অনেকটাই বেড়েছে ৷ নতুন এই ওয়েবসাইটে সৎ করদাতাদের সুবিধা হবে ৷CBDT চেয়ারম্যান সুশীল চন্দ্র জানিয়েছেন, নোট বাতিলের পর থেকে ই-ফাইলড রিটার্ন বেড়েছে ২২ শতাংশ৷নোট বাতিলের পর প্রায় ১৭.৯২ লক্ষ মানুষকে চিহ্নিত করা হয়েছে যারা হিসাব বহির্ভূত অর্থ বিমুদ্রাকরণের পর ব্যাঙ্কে জমা দিয়েছিল ৷ প্রায় ১৬,৩৯৮ কোটি হিসাব বহির্ভূত অর্থের হদিশ মিলেছে নোট বাতিলের পর ৷

    First published:

    Tags: 91 lakh persons, 91 lakh persons come under tax, 91 lakh persons come under tax net post note ban, Arun Jaitley, Bengali News