corona virus btn
corona virus btn
Loading

নোট বাতিলের পর করদাতার সংখ্যা বেড়েছে ৯১ লক্ষ

নোট বাতিলের পর করদাতার সংখ্যা বেড়েছে ৯১ লক্ষ

ডিমনিটাইজেশনের পর থেকে আয়করের আওতায় এসেছেন আরও ৯১ লক্ষ লোক মানুষ ৷

  • Share this:

#নয়াদিল্লি: ডিমনিটাইজেশনের পর থেকে আয়করের আওতায় এসেছেন আরও ৯১ লক্ষ লোক মানুষ ৷ মঙ্গলবার ‘অপারেশন ক্লিন মানি’ নামে নতুন এক ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধনের সময় এমনটাই জানালেন অর্থমন্ত্রী অরুণ জেটলি নোট বাতিলের পর থেকেই হিসাব বহির্ভূত অর্থ রাখা সম্ভব হচ্ছে না ৷ পাশাপাশি ক্যাশে লেনদেনের বদলে এখন ডিজিটাল পেমেন্টের প্রবণতা অনেকটাই বেড়ে গিয়েছে মানুষের মধ্যে ৷ এর ফলে আয়করের আওতায় এসেছেন বহু মানুষ ৷ এর জেরে কেন্দ্রের আয়কর সংগ্রহ বেড়েছে বলে জানিয়েছেন জেটলি। তিনি আরও জানিয়েছেন, নোট বাতিলের পর থেকে আয়কর প্রদানকারীদের সংখ্যা অনেকটাই বেড়েছে ৷ নতুন এই ওয়েবসাইটে সৎ করদাতাদের সুবিধা হবে ৷

CBDT চেয়ারম্যান সুশীল চন্দ্র জানিয়েছেন, নোট বাতিলের পর থেকে ই-ফাইলড রিটার্ন বেড়েছে ২২ শতাংশ৷ নোট বাতিলের পর প্রায় ১৭.৯২ লক্ষ মানুষকে চিহ্নিত করা হয়েছে যারা হিসাব বহির্ভূত অর্থ বিমুদ্রাকরণের পর ব্যাঙ্কে জমা দিয়েছিল ৷ প্রায় ১৬,৩৯৮ কোটি হিসাব বহির্ভূত অর্থের হদিশ মিলেছে নোট বাতিলের পর ৷

First published: May 17, 2017, 1:35 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर