হোম /খবর /দেশ /
তেলঙ্গানায় ধর্ষিত ৯০ বছরের বৃদ্ধা, রক্তাক্ত শরীরে পাওয়া গেল দাঁত, নখের দাগ

তেলঙ্গানায় ধর্ষিত ৯০ বছরের বৃদ্ধা, রক্তাক্ত শরীরে পাওয়া গেল দাঁত, নখের দাগ

পুলিশ জানিয়েছে, আনুমুলা গ্রামের শেষ প্রান্তে একাই থাকতেন ওই মহিলা৷ রবিবার সকালে তাঁকে চা দিতে গিয়ে পুত্রবধু মৃত অবস্থায় তাঁকে দেখতে পান৷

  • Last Updated :
  • Share this:

# হায়দরাবাদ: ৯০ বছরের বৃদ্ধাকে নৃশংস ভাবে ধর্ষণ করে খুন করার ঘটনা ঘটল তেলঙ্গানায়৷ নালগোন্ডা জেলার আনুমুলা গ্রামের ঘটনায় শিউরে উঠছে দেশ৷

পুলিশ জানিয়েছে, আনুমুলা গ্রামের শেষ প্রান্তে একাই থাকতেন ওই মহিলা৷ রবিবার সকালে তাঁকে চা দিতে গিয়ে পুত্রবধু মৃত অবস্থায় তাঁকে দেখতে পান৷ পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে আসে পুলিশ৷ প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, রক্তাক্ত অবস্থায় বৃদ্ধার দেহ উদ্ধার করা হয়েছে৷ শরীরে নখ ও দাঁতের চিহ্ন পাওয়া গিয়েছে৷

আক্রান্তের ছেলে পুলিশে একটি অভিযোগ করেছেন৷ অভিযোগে তিনি লিখেছেন, ‘সত্রসালা শঙ্কর (২২) নামে এক যুবককে কদিন বাড়ির সামনে ঘুরতে দেখছিলাম৷ ছেলেটি সবসময় মত্ত অবস্থায় থাকত৷ ওই যুবকই মা-কে ধর্ষণ করেছে৷’

অভিযোগে বলা হয়েছে, শঙ্কর পেশায় কুলি৷ এর আগেও শঙ্করের বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগ এসেছে৷ পুলিশের ভয়ে তখন সে পালিয়ে পালিয়ে বেড়াত৷ মৃতার দেহ নালগোন্ডা হাসপাতালে ময়নাদন্তের জন্য পাঠানো হয়েছে৷

Published by:Uddalak Bhattacharya
First published:

Tags: Old lady, Rape, Telangana