# হায়দরাবাদ: ৯০ বছরের বৃদ্ধাকে নৃশংস ভাবে ধর্ষণ করে খুন করার ঘটনা ঘটল তেলঙ্গানায়৷ নালগোন্ডা জেলার আনুমুলা গ্রামের ঘটনায় শিউরে উঠছে দেশ৷
পুলিশ জানিয়েছে, আনুমুলা গ্রামের শেষ প্রান্তে একাই থাকতেন ওই মহিলা৷ রবিবার সকালে তাঁকে চা দিতে গিয়ে পুত্রবধু মৃত অবস্থায় তাঁকে দেখতে পান৷ পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে আসে পুলিশ৷ প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, রক্তাক্ত অবস্থায় বৃদ্ধার দেহ উদ্ধার করা হয়েছে৷ শরীরে নখ ও দাঁতের চিহ্ন পাওয়া গিয়েছে৷
আক্রান্তের ছেলে পুলিশে একটি অভিযোগ করেছেন৷ অভিযোগে তিনি লিখেছেন, ‘সত্রসালা শঙ্কর (২২) নামে এক যুবককে কদিন বাড়ির সামনে ঘুরতে দেখছিলাম৷ ছেলেটি সবসময় মত্ত অবস্থায় থাকত৷ ওই যুবকই মা-কে ধর্ষণ করেছে৷’
অভিযোগে বলা হয়েছে, শঙ্কর পেশায় কুলি৷ এর আগেও শঙ্করের বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগ এসেছে৷ পুলিশের ভয়ে তখন সে পালিয়ে পালিয়ে বেড়াত৷ মৃতার দেহ নালগোন্ডা হাসপাতালে ময়নাদন্তের জন্য পাঠানো হয়েছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।