Home /News /national /

জ্যুস পান করে করোনা আক্রান্ত ৯ জন, আতঙ্কে ভুগচ্ছে গোটা শহর....

জ্যুস পান করে করোনা আক্রান্ত ৯ জন, আতঙ্কে ভুগচ্ছে গোটা শহর....

শনিবারের রিপোর্ট অনুযায়ী, কোটায় ২৯টি নতুন করোনা মামলার ঘটনার সামনে এসেছে ৷ এর মধ্যে ৯ জন জ্যুস সেন্টারের ৷

 • Share this:

  #কোটা: রাজস্থানের কোটায় ঘটে যাওয়া এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা শহরে ৷ বাজারের একটি জ্যুস সেন্টারের জ্যুস পান করে নাকি করোনা আক্রান্ত হয়েছেন একাধিক মানুষ ৷ আনলক 1.0- এ ছাড় মিলতেই খাওয়ার দোকান খুলতে শুরু করেছে ৷ বাজারের এই জ্যুস সেন্টারও খুলে যায় ৷ স্বাভাবিক ভাবেই প্রচুর মানুষ জ্যুস পান করতে চলে আসেন। এর মধ্যেই সেন্টারের এক কর্মী অসুস্থ হয়ে পড়েন ৷ এরপর করোনা টেস্ট হলে জানা যায় কর্মী করোনা পজিটিভ ৷

  খবর ছড়িয়ে পড়তেই দোকান বন্ধ করে দেওয়া হয় ৷ সেই জ্যুস সেন্টার থেকে যাঁরা জ্যুস পান করেছেন, তাঁদের সকলকেই করোনা পরীক্ষার করার জন্য আসতে বলা হয় ৷ করোনা শিবিরে একাধিক মানুষ এই পরীক্ষা করান ৷ দু’জন মহিলা-সহ ৯জন করোনা পজিটিভ পাওয়া গিয়েছে ৷ শনিবারের রিপোর্ট অনুযায়ী, কোটায় ২৯টি নতুন করোনা মামলার ঘটনার সামনে এসেছে ৷ এর মধ্যে ৯ জন জ্যুস সেন্টারের ৷ কোটায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১৪-এ ৷

  অন্যদিকে কোটার আরেকটি ঘটনায় পুত্রবধূ করোনা পজিটিভ হওয়ায় তাঁকে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয় ৷ অবশেষে ওই মহিলা থানায় গিয়ে শ্বশুরবাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ৷

  Published by:Dolon Chattopadhyay
  First published:

  Tags: Coronavirus, Covid ১৯, Juice Centre, Kota

  পরবর্তী খবর