BMW -র ৮৫ লাখি বাইক ঘরে তুলে ফেললেন এক ভারতীয়

দামি বাইকের শখ আপনার জানেন কি BMW HP4 -র বৈশিষ্ট্য, দেখুন ভিডিও

Debalina Datta | News18 Bangla
Updated:Aug 09, 2018 01:53 PM IST
BMW -র ৮৫ লাখি বাইক ঘরে তুলে ফেললেন এক ভারতীয়
Photo Courtesy : BMW
Debalina Datta | News18 Bangla
Updated:Aug 09, 2018 01:53 PM IST

#মুম্বই : এক ভারতীয় মালিক হয়ে গেলেন ৮৫ লাখি BMW রেসিং বাইকের ৷ সবে নিজেদের বাইকের  HP4 সিরিজ বাজারে  এনেছে BMW ৷

শুধু দাম ৮৫ লাখ বলেই যে এই বাইক বিশেষ তা নয় ৷ এই এডিশনের বাইক মাত্র ৭৫০ টি বাজারে এনেছে BMW ৷ ফলে সারা পৃথিবীর বাইকপ্রেমীদের নিরিখে নিঃসন্দেহে সংখ্যাটা বেশ কম ৷

ওবেরয় ও ট্রাইডেন্ট হোটেল চেনের কর্ণধার এবং সিইও , এমডি বিক্রম ওবেরয় প্রথম ভারতীয় হিসেবে BMW HP4 সিরিজ বাইকের মালিক হলেন ৷ আসলে বিক্রমের বাইক প্রেম সর্বজনবিদিত ৷

এর আগেও তিনিই প্রথম ভারতীয় হিসেবে Ducati 1299 Superleggera ঘরে তুলেছিলেন ৷ যার মূল্য ১.১২ কোটি টাকা ৷

এই বাইক রেসিং ট্র্যাক ছাড়া কোথাও চালানো যায় না ৷ BMW Motorrad-র তথ্যপ্রযুক্তিগুণ ব্যবহারে তৈরি হয়েছে এই বাইক ৷ এর ইঞ্জিন ৯৯৯ সিসি লিকুইড কুলড  DOHC -র ইনলাইন ফোর সিলিন্ডার  ৷ এই ইঞ্জিনে আরও রয়েছে ৬ স্পিড গিয়ার বক্স ও প্রথম ও দ্বিতীয় গিয়ারে অধিক সময় দেয় ৷

বাইকের একজস্ট সিস্টেম WSBK স্পেক ইউনিট যা অ্যাক্রাপোভিক ৷ ব্রেকের কাজ করে ডুয়াল ফ্লোটিং ৩২০ মিমি (৬.৭৫ মিমি চওড়া), ডিস্ক আপফ্রন্ট যেটি একটিই  মাপ ২২০ মিমি( ৪ মিমি চওড়া) ৷ ১৭ ইঞ্চির কার্বন ফাইবার হুইলস যা বেশ হালকা ৷ পেরিলি দিয়াবোলো সুপারবাইকের থেকে যা প্রায় ৭৭০ গ্রাম কম ৷

Loading...

শুধু চাকাতেই এরা ওজন কমিয়েছে তা নয়, বডিটিও কার্বন ফাইবার ফ্রেম দিয়ে তৈরি ৷ যা মাত্র ৭.৮ কিলো ৷ মোটর সাইকেলটি-র ওয়েট ওজন ১৭১ কিলোগ্রাম ৷

Ducati 1299 Superleggera -র বাইককে বেশ ভালোই বেগ দিতে পাওয়ার -ওজন- দাম সবকিছুতেই বেশ টেক্কা দিচ্ছে BMW HP4 ৷

First published: 01:49:53 PM Aug 09, 2018
পুরো খবর পড়ুন
Loading...
अगली ख़बर