• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • সরকারী কর্মচারীদের জন্য সুখবর, অবশেষে বাড়ছে বেতন

সরকারী কর্মচারীদের জন্য সুখবর, অবশেষে বাড়ছে বেতন

তবে বেতন কাটানোর ব্যাপারে কোনও আপত্তি থাকলে তা জানানোর সুযোগও রয়েছে কর্মচারীদের কাছে ৷ সেক্ষেত্রে নিজের এমপ্লয়ি কোড লিখে অনিচ্ছার কারণ সহ রাজস্ব দফতরকে ২০ এপ্রিলের মধ্যে জানানো কথা বলা হয়েছে ৷

তবে বেতন কাটানোর ব্যাপারে কোনও আপত্তি থাকলে তা জানানোর সুযোগও রয়েছে কর্মচারীদের কাছে ৷ সেক্ষেত্রে নিজের এমপ্লয়ি কোড লিখে অনিচ্ছার কারণ সহ রাজস্ব দফতরকে ২০ এপ্রিলের মধ্যে জানানো কথা বলা হয়েছে ৷

সরকারী কর্মচারীদের জন্য সুখবর, অবশেষে বাড়ছে বেতন

 • Share this:

  #নয়াদিল্লি: বাজেটের আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর ৷ চলতি বছরের এপ্রিল থেকেই লাগু সপ্তম বেতন কমিশনের সুপারিশ ৷ সেন টাইমসের রিপোর্ট অনুযায়ী, ২০১৮ সালের এপ্রিল মাস থেকেই মন্ত্রিসভায় অনুমোদিত সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুসারে বর্ধিত হারে বেতন পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৷ গত বছরই সপ্তম কমিশনের একাধিক সুপারিশে অনুমোদন দিয়েছে ক্যাবিনেট ৷

  এপ্রিল থেকে একলাফে অনেকটাই বাড়বে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন ৷ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন ন্যূনতম সাত হাজার টাকা থেকে মাসিক ১৮ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে এবং সর্বোচ্চ মাসিক বেতন ৯০,০০০টাকা থেকে বেড়ে দাঁড়াবে ২.৫ লক্ষ টাকা । ক্যাবিনেট সেক্রেটারিদের বেতন ২.২৫ লাখ টাকা থেকে বেড়ে হবে ২.৫ লাখ টাকা ৷

  এর আগে বেতন হার নিয়ে অখুশি কর্মী সংগঠন ন্যূনতম বেতন ১৮,০০০ টাকা থেকে ২৬,০০০ টাকা করার দাবি জানিয়েছিল ৷ এই দাবিপূরণের জন্য তারা লাগাতার ধর্মঘটেরও হুমকি দেয় ৷

  আরও পড়ুন 

  সপ্তম বেতন কমিশনের সুপারিশে কতটা বাড়ল আপনার বেতন? দেখে নিন

  বেতন কাঠামোয় এই পরিবর্তনের ফলে উপকৃত হবে প্রায় ৪৮ হাজার কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৫৩ লাখ পেনশনভোগী ৷ এছাড়াও ১৪ লাখ সেনা কর্মী ও সেনাবাহিনীর ১৮ লাখ অবসরপ্রাপ্ত ব্যক্তি সুবিধা পাবেন ৷

  সংবাদমাধ্যমের ওই রিপোর্ট অনুযায়ী, সপ্তম পে কমিশনের সুপারিশে নিচুতলার আমলার সঙ্গে উঁচু তলার আমলাদের বেতন ফারাকের অনুপাত বৃদ্ধি পেয়েছে ৷ বর্তমানে বেতনের ফারাকের অনুপাত দাঁড়িয়েছে ১:১৪ ৷ ২০০৬ সালে এই অনুপাত ছিল ১:১২ ৷

  First published: