corona virus btn
corona virus btn
Loading

সরকারী কর্মচারীদের জন্য সুখবর, অবশেষে বাড়ছে বেতন

সরকারী কর্মচারীদের জন্য সুখবর, অবশেষে বাড়ছে বেতন
তবে বেতন কাটানোর ব্যাপারে কোনও আপত্তি থাকলে তা জানানোর সুযোগও রয়েছে কর্মচারীদের কাছে ৷ সেক্ষেত্রে নিজের এমপ্লয়ি কোড লিখে অনিচ্ছার কারণ সহ রাজস্ব দফতরকে ২০ এপ্রিলের মধ্যে জানানো কথা বলা হয়েছে ৷

সরকারী কর্মচারীদের জন্য সুখবর, অবশেষে বাড়ছে বেতন

  • Share this:

#নয়াদিল্লি: বাজেটের আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর ৷ চলতি বছরের এপ্রিল থেকেই লাগু সপ্তম বেতন কমিশনের সুপারিশ ৷ সেন টাইমসের রিপোর্ট অনুযায়ী, ২০১৮ সালের এপ্রিল মাস থেকেই মন্ত্রিসভায় অনুমোদিত সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুসারে বর্ধিত হারে বেতন পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৷ গত বছরই সপ্তম কমিশনের একাধিক সুপারিশে অনুমোদন দিয়েছে ক্যাবিনেট ৷

এপ্রিল থেকে একলাফে অনেকটাই বাড়বে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন ৷ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন ন্যূনতম সাত হাজার টাকা থেকে মাসিক ১৮ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে এবং সর্বোচ্চ মাসিক বেতন ৯০,০০০টাকা থেকে বেড়ে দাঁড়াবে ২.৫ লক্ষ টাকা । ক্যাবিনেট সেক্রেটারিদের বেতন ২.২৫ লাখ টাকা থেকে বেড়ে হবে ২.৫ লাখ টাকা ৷

এর আগে বেতন হার নিয়ে অখুশি কর্মী সংগঠন ন্যূনতম বেতন ১৮,০০০ টাকা থেকে ২৬,০০০ টাকা করার দাবি জানিয়েছিল ৷ এই দাবিপূরণের জন্য তারা লাগাতার ধর্মঘটেরও হুমকি দেয় ৷

আরও পড়ুন 

সপ্তম বেতন কমিশনের সুপারিশে কতটা বাড়ল আপনার বেতন? দেখে নিন

বেতন কাঠামোয় এই পরিবর্তনের ফলে উপকৃত হবে প্রায় ৪৮ হাজার কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৫৩ লাখ পেনশনভোগী ৷ এছাড়াও ১৪ লাখ সেনা কর্মী ও সেনাবাহিনীর ১৮ লাখ অবসরপ্রাপ্ত ব্যক্তি সুবিধা পাবেন ৷

সংবাদমাধ্যমের ওই রিপোর্ট অনুযায়ী, সপ্তম পে কমিশনের সুপারিশে নিচুতলার আমলার সঙ্গে উঁচু তলার আমলাদের বেতন ফারাকের অনুপাত বৃদ্ধি পেয়েছে ৷ বর্তমানে বেতনের ফারাকের অনুপাত দাঁড়িয়েছে ১:১৪ ৷ ২০০৬ সালে এই অনুপাত ছিল ১:১২ ৷

First published: January 25, 2018, 4:20 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर