#এনার্কুলম, কেরল: স্মৃতিভ্রষ্ট, ৭৫ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠল এক অপরিচিত ব্যক্তির বিরুদ্ধে! নক্কারজনক, অমানবিক ঘটনার সাক্ষী থাকল কেরলের এনার্কুলম জেলার কোলেনচেরি গ্রাম।
কোলেনচেরি মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা নিশ্চিত করেছেন, বৃদ্ধাকে ধর্ষণ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, নিগৃহীতার গোপনাঙ্গে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। আঘাত করা হয়েছে অভ্যন্তরীণ অঙ্গেও। বর্তমানে কোলেনচেরি মেডিক্যালেই চিকিৎসাধীন বৃদ্ধা, জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারও করা হয়। পুথেনক্রুজ থানার এক অফিসার জানান, '' বৃদ্ধার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। গোপনাঙ্গে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। তবে বৈজ্ঞানিক পরীক্ষা করার পরই বিষয়টি নিশ্চিত করে বলা যাবে।''
বৃদ্ধা স্মৃতিভ্রষ্ট, সেই সুযোগই নিয়েছে ধর্ষক। অভিযুক্তকে ধরতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মামলা রুজু করার আগে বৃদ্ধার প্রতিবেশী ও আত্মীয় পরিজনদের বয়ান রেকর্ড করা হয়। পুলিশ অফিসার জানান, '' বৃদ্ধার থেকে এখনও পর্যন্ত স্পষ্ট কোনও স্টেটমেন্ট পাওয়া যায়নি। বৃদ্ধার সন্তান জানান, তিনি মানসিক ভাবে অসুস্থ। ''