#কোচি: ভারতে বেড়াতে এসেছিলেন। ঘুণাক্ষরেও ভাবেননি এই পরিস্থিতির মুখোমুখি হতে হবে। ছ'মাসে গোটা বিশ্বের দখল নিয়েছে করোনা, আর কেরলে আটকে থাকা অবস্থাতেই সেই ছবি দেখেছেন মার্কিন নাগরিক জনি পিয়ার্স। সব দেখেশুনে আপাতত তাঁর মনে হচ্ছে, সবচেয়ে নির্ভরযোগ্য ঠাঁই ভারতই। এখান থেকেই নতুন জীবন শুরু করতে চান জনি। তার জন্য হাইকোর্টেও গিয়েছেন তিনি।
সংবাসংস্থা ANI-কে জনি এ দিন বলে, আমি চাই ভারতেই থিতু হতে। আদালতকে আমার আবেদন, আমার টুরিস্ট ভিসা বিজনেস ভিসায় রূপান্তরিত করা হোক।
I'm making a petition to allow me to stay for another 180 days in Kerala & get a business visa to start a travel company here. I wish my family could also come here. I am very impressed with what's is happening here. People in the US don't care about #COVID19: Johnny Paul Pierce https://t.co/2N5E0MXXPQ
— ANI (@ANI) July 11, 2020
গোটা বিশ্ব পরিস্থিতি সম্পর্কেই ওয়াকিবহাল ৭৪ বছর বয়সি এই বৃদ্ধ। আমেরিকার পরিস্থিতি তাঁকে অখুশিই করেছে। তিনি বলেন,"ওখানে বিশৃঙ্খলা চলছে। সরকার কোনওরকম দায়িত্ব নিচ্ছে না। উল্টোদিকে ভারতে সরকার অনেক বেশি সতর্কতার সঙ্গে কাজ করছে। এই কারণেই আমি এখানে থাকতে চাই।"
আপাতত আদালতে জনি আর্জি জানিয়েছেন, তাঁকে যাতে আরও অন্তত ১৮০ দিন থাকতে দেওয়া হয়। তবে জনির আক্ষেপ একটাই, তাঁর সঙ্গে পরিবার নেই। তিনি বলেন, "আমার ওদের জন্য মন খারাপ হয়। ওঁরা বিপদের মধ্যেই দিন কাটাচ্ছে, এই সময়টা ওঁরা আমার সঙ্গে থাকলেই সবচেয়ে স্বস্তিতে থাকতে পারতাম।"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID-19, USA