corona virus btn
corona virus btn
Loading

কংগ্রেসের সঙ্গে যুক্ত ৭০০টি পেজ বন্ধ করল ফেসবুক

কংগ্রেসের সঙ্গে যুক্ত ৭০০টি পেজ বন্ধ করল ফেসবুক
  • Share this:

#নয়াদিল্লি: দোরগোড়ায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন ৷ ১৯-র নির্বাচনের আগে সোশ্যাল মিডিয়ায় কড়া নজর নির্বাচন কমিশনের ৷ ইতিমধ্যেই আদর্শ আচরণ বিধি নিয়ে সোশ্যাল মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশনের আধিকারিকেরা ৷ যার জেরে বড়সড় পদক্ষেপ নিল ফেসবুক ৷ ৬৮৭টি ফেসবুক পেজ এবং অ্যাকাউন্ট সরিয়ে দেওয়া হয়েছে ফেসবুক থেকে ৷

সোশ্যাল মিডিয়ায় সংযত আচরণবিধির উপর জোর দেওয়ার জন্যই এই কড়া পদক্ষেপ নিয়েছে ফেসবুক ৷ এই সমস্ত ফেসবুক পেজ এবং অ্যাকাউন্টগুলিই যুক্ত ছিল কংগ্রেসের সঙ্গে ৷ গোটা দেশের প্রায় ৩০০ মিলিয়ন ব্যবহারকারী ভুয়ো অ্যাকাউন্ট এবং পেজগুলির সঙ্গে যুক্ত ছিল বলে জানা গিয়েছে ৷

ফেসবুকের তরফে জানানো হয়েছে, একই ব্যক্তির নিজস্ব প্রোফাইল ছাড়াও একাধিক ভুয়ো প্রোফাইল রয়েছে ৷ নিজের প্রোফাইল ছাড়াও ভুয়ো প্রোফাইল গুলিও থাকত কংগ্রেসের সঙ্গে যুক্ত এই সমস্ত ফেসবুক পেজগুলিতে ৷ ফেসবুক পেজে এনগেজমেন্ট বাড়ানোর জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ স্থানীয় কোনও খবর শেয়ার করার পাশাপাশি বিরোধী দলগুলির নেতা নেত্রীদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার জন্যই মূলত এই ভুয়ো প্রোফাইলগুলি তৈরি করা হয়েছিল বলে জানা গিয়েছে ৷

এই প্রসঙ্গে ফেসবুকের সাইবার সিক্যুরিটি পলিসির প্রধান নাথানিয়েল গ্লিচের জানিয়েছেন, ‘কংগ্রেসের আইটি সেলের সঙ্গে যুক্ত রয়েছেন যারা, তারাই এই ফেসবুক পেজ এবং ভুয়ো অ্যাকাউন্টগুলি চালাত ৷’

First published: April 1, 2019, 4:46 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर