#মিজোরাম: করোনা ভাইরাস থাবা বসিয়েছে ভারতে। এই ভাইরাসকে আটকানোর জন্য ভারত সরকার ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন। এই ভাইরাসে প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। সারা বিশ্বে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে রোজ। ভারতেও ক্রমশ বাড়ছে ভাইরাসের প্রকোপ। ভারতের সেলেব থেকে বিভিন্ন কোম্পানির মালিকরা কোটী টাকার আর্থিক সাহায্য করছেন আক্রান্তদের চিকিৎসার জন্য।
তবে শুধু তারাই নন এই লড়াইয়ে এগিয়ে এল ছোট্ট শিশুও। সাত বছরের রমেল লালমানসাঙ্গা নিজের জমানো ৩৩৩ টাকা তুলে দিল তাঁর গ্রামের করোনা ভাইরাস ত্রাণ তহবিলে। বিন্দু বিন্দু জল থেকেই তো সাগর হয়। এই ছেলে গোটা দেশের মানুষকে নতুন শিক্ষা দিল। মিজোরামের ছোট্ট গ্রামে থাকে সে। টিফিন খরচ বাঁচিয়ে জমিয়েছিল ৩৩৩টাকা। সেই টাকা ত্রাণ তহবিলে দিয়ে দিল ছোট্ট শিশুটি। এ ঘটনা সত্যিই মানবিক। করোনা আক্রান্তদের পাশে দাঁড়াতেই খেলনা বা খাবার কেনার বদলে দান করাকেই বেছে নিল ছোট্ট শিশু।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Lockdown, Mizoram