#নয়াদিল্লি:সেই বাড়ি ফেরার পথেই ফের মৃত্যু হল পরিযায়ী শ্রমিকের। এবারও ঘটনাস্থল উত্তরপ্রদেশ। মঙ্গলবার রাতে ঝাঁসি মির্জাপুর এলাকায় পরিযায়ী শ্রমিকদের নিয়ে একটি ট্রাক উল্টে যায়। মৃত্যু হয় তিন জনের, আহত হন ১২ জন শ্রমিক। গাড়িতে মোট ১৭ জন যাচ্ছিলেন বলে জানা গিয়েছে। গভীর রাতে এই দূর্ঘটনা ঘটে যাওয়ার পরেই স্থানীয় মানুষেরা আহতদের নিয়ে যান হাসপাতালে। সেখানে আহতদের চিকিৎসা চলছে। তবে আঘাত অত্যাধিক হওয়ায় বাঁচানো সম্ভব হয়নি তিনজনকে। হাসপাতালে ভর্তি আহতদের মধ্যেও চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে প্রশাসন। এছাড়া মঙ্গলবার সকালেই মহারাষ্ট্রে একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি সোলাপুর থেকে ঝাড়খণ্ডে ফিরছিল। বাসে ছিলের পরিযায়ী শ্রমিকেরা। সেই ঘটনাতেও চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৫ জন।
Maharashtra: 4 migrant workers killed, 15 injured after a bus they were travelling in crashed into a truck, in Yavatmal, early morning today. The bus was travelling from Solapur to Jharkhand. pic.twitter.com/kEURdmqTOx
— ANI (@ANI) May 19, 2020
পুলিশ বলেছে, ‘গাড়ির একটি চাকা ফেটে যাওয়ার কারণে মাঝরাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটি। দিল্লি থেকে এই গাড়িতে করে পরিযায়ী শ্রমিকেরা ফিরছিলেন উত্তরপ্রদেশে, নিজের বাড়িতে।
এই ঘটনার হিসাব ধরলে বলা যায়, এখনও পর্যন্ত বাড়ির ফেরার তাগিদে পথ চলতে গিয়ে ৫০ কর্মহীন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অসংখ্য মানু্ষ। আউরিয়ায় দুটি ট্রাকের সংঘর্ষে ২৬ পরিযায়ী শ্রমিকের মৃত্যুর খবর এসেছে কয়েকদিন আগেই। তার আগে রেললাইনে কাটা পড়ে মৃত্যু হয় ১৬ জনের। এত ঘটনার পরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, রাজ্যের সীমান্ত দিয়ে যদি কোনও পরিযায়ী শ্রমিক পায়ে হেঁটে বা অন্যভাবে প্রবেশ করেন, তাহলে তাঁদের প্রথমে আশ্রয় দিতে, তারপর বাসে করে গন্তব্যে পৌঁছে দিতে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Lockdown, Migrant labour, Migrant Worker