• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত ৭

জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত ৭

Representational Image

Representational Image

ভয়াবহ দুর্ঘটনার কবলে একটি যাত্রীবাহী বাস ৷ ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের শিরমৌর জেলায় ৷

 • Share this:

  #সিমলা: ভয়াবহ দুর্ঘটনার কবলে একটি যাত্রীবাহী বাস ৷ ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের শিরমৌর জেলায় ৷ এই ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে ৷ আহতের সংখ্যা প্রায় ৩০ ৷

  সূত্রের খবর, রবিবার সকালে বাসটি মানভা থেকে সোলান যাচ্ছিল ৷ রাজগড় থেকে ২৫ কিমি দূরে সানোরা-নেরিপুল জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটেছে । বাসের সামনের চাকাটি পিছলে যায় ৷ এরপরই বাসের চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলেন ৷ পাশের খাদে উল্টে যায় বাসটি ৷ প্রাথমিকভাবে ৭ জনের মৃত্যুর খবর মিলেছে ৷

  পুলিশ সূত্রে খবর, এতটা উঁচু থেকে পড়ার জন্য একেবারে দুমরে মুচরে গিয়েছে বাসটি ৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী ৷ পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনীও ৷ আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ৷

  First published: