#পিলিভিত: উত্তরপ্রদেশের পিলিভিতে রোডওয়েজ বাস ও পিকআপ গাড়ির মধ্যে প্রচন্ড গতিতে সংঘর্ষের জেরে উল্টে যায় বাসটি ৷ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জনের ৷ আহতের সংখ্যা ২৪ ৷ পুরণপুরের ন্যাশনাল হাইওয়ের উপর এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটেছে ৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ৷ আহতদের জেলা হাসপাতাল ও বরেলিতে চিকিৎসা চলছে ৷
জানা গিয়েছে, বাসটি লখনউ থেকে পিলিভিতে যাচ্ছিল ৷ সেই সময় পিকআপ গাড়ির সঙ্গের দুর্ঘটনাটি ঘটেছে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের ৷ বাকি ৬ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে ৷
পিলিভিতে হওয়া দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ আধিকারিকদের ঘটনাস্থলে পৌঁছে আহতদের সাহায্য করতে সম্পূর্ন সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন ৷
7 dead and 32 injured after a bus and a Bolero collided with each other in Puranpur area: Jai Prakash, SP Pilibhit pic.twitter.com/l918gQiwIR
— ANI UP (@ANINewsUP) October 17, 2020
জানা গিয়েছে, সংঘর্ষের পর বাসটি পুরো উল্টে যায় ৷ এর জেরে একাধিক যাত্রী চাপা পড়ে যায় পিকআপ গাড়ির যাত্রীররাও গুরুতর আহত বলে জানা গিয়েছে ৷ শীঘ্রই তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷