#থানে: বৃহন্মুম্বই পৌরসভার নির্বাচনের আগেই বড় ধাক্কা খেলেন উদ্ধব ঠাকরে। মহারাষ্ট্র সরকার আগেই গিয়েছে, এ বার শিবসেনা পরিচালিত থানে পুরসভার ৬৬ সদস্য যোগ দিলেন শিন্ডে শিবিরে। কারণ হিসাবে সেই বিদ্রোহীরা বললেন, শিন্ডে শিবিরই একমাত্র শিবসেনার প্রকৃত উত্তরাধিকারী। তাঁরা তীর ও ধনুকের চিহ্নের ধারা বয়ে নিয়ে যাচ্ছে। সেই কারণেই সেই শিবিরে যোগ দিচ্ছেন। মনে রাখতে হবে বৃহন্মুমই পুরসভার হাই-ভোল্টেজ নির্বাচন। উল্লেখ্য, সেটিই হল ভারতের ধনীতম পুরসভা। সেই কারণেই এই পুরসভার নির্বাচনে নজর রয়েছে সকলের।
আরও পড়ুন: বড় খবর, করোনার কারণে নোটিশ জারি কলকাতার একাধিক স্কুলের! যা করতে হবে পড়ুয়াদের...
মহারাষ্ট্রের রাজনীতিতে শেষ কয়েকদিন ধরে অনেক পটপরিবর্তন হয়েছে। মহাবিকাশ আগাড়ির সরকার পড়ে গিযেছে। শিবসেনা শিবির থেকে বিধায়করা একনাথ শিন্ডের নেতৃত্বে একদল বিধায়ক যোগ দিয়েছেন নতুন সরকারে। সেখানে মুখ্যমন্ত্রী হয়েছেন একনাথ শিন্ডে। প্রায় ১০ দিনের দড়ি টানাটানির পর সরকার পাল্টেছে সে রাজ্যের। শিবসেনা এখন দুই ভাগে বিভক্ত। কে সেনা শিবিরের প্রকৃত উত্তরাধিকারি, তা নিয়ে চলছে জল্পনা। তার মধ্যেই শিন্ডে শিবির ভারী হওয়ার ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Maharashtra