হোম /খবর /দেশ /
শুধুমাত্র দুধ বিক্রি করেই কোটিপতি গুজরাতের মহিলা, গত বছরের রোজগার ১.১০ কোটি

শুধুমাত্র দুধ বিক্রি করেই কোটিপতি গুজরাতের মহিলা, গত বছরের রোজগার ১.১০ কোটি

  • Last Updated :
  • Share this:

#গুজরাত: দুধ বিক্রি করেই কোটিপতি গুজরাতের মহিলা! রেকর্ড গড়লেন ৬২ বছর বয়সি নাভালবেন দলসংভাই চৌধুরী! আত্মনির্ভত হতে চাইছেন, এমন হাজার হাজার মানুষের কাছে তিনি এখন অনুপ্রেরণা! ।

গুজরাতের বনসকন্ঠা অঞ্চলের নাগানা গ্রামের বাসিন্দা নাভালবেন স্থানীয় এলাকায় রীতিমত বিপ্লব এনেছেন! রিপোর্ট বলছে, ২০২০-তে শুধুমাত্র দুধ বিক্রি করেই তিনি ১.১০ কোটি টাকা রোজগার করেছেন, প্রতি মাসে লাভ করেছেন ৩.৫০ লাখ। ২০১৯-এ তিনি বিক্রি করেছেন ৮৭.৯৫ লাখের দুধ।

গত বছর নাভালবেন নিজের বাড়িতেই খুলেছেন দুধ বিক্রির সংস্থা। বর্তমানে রয়েছে তাঁর ৮০টা মোষ, ৪৫ টা গরু। সংস্থায় কাজ করেন ১৫ জন কর্মী। নাভালবেন জানান, '' আমার চার ছেলে শহরে পড়ছে, কাজ করছে...আমি কিন্তু ওদের থেকে অনেক বেশি রোজগার করি। আমার ডেয়ারিতে রয়েছে ৮০টা মোষ, ৪৫ টি গরু । ২০১৯ সালে ৮৭.৯৫ লাখ টাকার দুধ বিক্রি করে বনসকন্ঠা অঞ্চলে প্রথম হই! ২০২০ তেও আমি দুধবিক্রির জায়গা থেকে প্রথম হয়েছিলাম। ''

ইতিমধ্যেই নাভালবেন জিতেছেন ২টি লক্ষ্মী অ্যাওয়ার্ড, ৩ বার পেয়েছেন সেরা পশুপালকের শিরোপা। ৬০ বছরে মানুষে সাধারণর কাজ থেকে অবসর নেন, কিন্তু এই বয়সেও চূড়ান্ত সাফল্যের সঙ্গে চুটিয়ে কাজ করছেন তিনি, শুধু নিজের সংস্থানই করছেন না, ভাত যোগাচ্ছেন কর্মীদেরও।''

Published by:Rukmini Mazumder
First published:

Tags: Gujarat