#অসম: যৌন নির্যাতনের শিকার অসমের ৬ বছরের শিশু কন্যা। ঘটনাটি ঘটেছে অসমের সিলচাং জাগিরোডে। বাড়িতে কেউ না থাকার সুযোগে বাবার বয়সী রবিন বরদলাই নামের এক ব্যক্তি ৬ বছরের শিশুটির ওপর যৌন নির্যাতন চালায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়িতে একা খেলছিল ৬ বছরের মেয়েটি। সে সুযোগে ঘরে ঢোকে ৪০ বছর বয়সী রবিন। মেয়েটিকে ধর্ষণ করে, মাটিতে ফেলে রেখে চলে যায়। এর পর বাচ্চাটির বাবা-মা ঘরে ঢুকে দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে মেয়ে। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশের চাপে পড়ে মেয়েটির বাবা মা থানায় কেস ফাইল করে। যদিও প্রথমে তাঁরা অভিযুক্তর নামে কোনও কেস করতে চাইছিলেন না। পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, এই ধরণের খারাপ কাজ ওই অভিযুক্ত আগেও করেছে।