#তেলেঙ্গানা: বাড়ির সামনে রাস্তায় খেলা করছিল মেয়ে । রোজই যেমন খেলে , তাই বাবা-মা খেয়াল করেননি । কিন্তু তার যে এমন ভয়াবহ পরিণতি হবে, তা কেউ ভাবতেও পারেনি । রাস্তার কুকুরদের হিংস্রতায় ছিন্নভিন্ন হয়ে যায় ছ'বছরের ছোট্ট শিশুর শরীর ।
এখানেই শেষ হয় । অমানবিকতার চূড়ান্ত নিদর্শনও এখানে স্পষ্ট । অভিযোগ, রক্তাক্ত অবস্থায় গুরুতর আহত মেয়েকে নিয়ে তাঁর বাবা-মা পাঁচটি হাসপাতালে ঘুরলেও মেলেনি চিকিৎসা । শেষে মারা যায় শিশুটি । শনিবার সকালে ঘটনাটি ঘটে তেলঙ্গানার মেডচল মালকাজগিরি জেলায় । শিশুর পরিবারের তরফে জানা গিয়েছে, এদিন বাড়ির সামনে খেলে করছিল সে । সেই সময়ই রাস্তায় শুয়ে থাকা বেশ কয়েকটি কুকুর কোনও কারণে হঠাৎই হিংস্র হয়ে ওঠে । ঝাঁপিয়ে পড়ে শিশুটির ওপর । দেখতে পেয়ে তৎক্ষণাৎ ছুটে আসেন এলাকাবাসী । সকলের তৎপরতায় কোনওরকমে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু চিকিৎসার গাফিলতির জেরে শেষরক্ষা হয়নি ।
এদিন প্রথমে তাঁকে স্থানীয় আদিত্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় । অভিযোগ, ঘণ্টা দু'য়েক বিনা চিকিৎসায় রাখার পর অবস্থার অবনতি হলে শিশুটিকে অঙ্কুর হাসপাতালে স্থানান্তরিত করে হাসপাতাল কর্তৃপক্ষ । এরপর অঙ্কুর হাসপাতালে তিন ঘণ্টা পড়েছিল সে । সেখান থেকে অঙ্কুর কর্তৃপক্ষ তাঁকে যশোদা হাসপাতালে পাঠান । কিন্তু সেখানে তাঁকে ভর্তি নেওয়া হয়নি বলে অভিযোগ । এরপর যথাক্রমে তাঁকে ফিভার হাসপাতালে এবং নিলফার হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু নিলোফারে নিয়ে যাওয়ার আগেই এদিন বিকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে ।
ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে শিশু সুরক্ষা কমিশন । বদুপল মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাছে তাঁরা ঘটনার কড়া শাস্তির দাবি জানিয়েছে । চাইল্ড রাইটস অ্যাক্টিভিস্ট অচ্যুত রাও অভিযোগ করেন, শিশুটির চিকিৎসা তো করা হয়নি, উল্টে তাঁদের কোনও সাহায্য পর্যন্ত করেনি স্থানীয় প্রশাসন । এরপর অবশ্য মিউনিসিপ্যাল কমিশনার শঙ্কর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে জানান ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।