হোম /খবর /দেশ /
তামিলনাড়ুর নেভেলি লিগনাইট প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ! মৃত ৬, আশঙ্কাজনক ১৭

তামিলনাড়ুর নেভেলি লিগনাইট প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ! মৃত ৬, আশঙ্কাজনক ১৭

জ্বলছে নেভেলি লিগনাইট কর্পোরেশনের চুল্লি।

জ্বলছে নেভেলি লিগনাইট কর্পোরেশনের চুল্লি।

লিগনাইট কর্পোরেশনের স্টেজ টু প্ল্যান্টের ৫ নং ইউনিটে এই বিস্ফোরণ হয়েছে।

  • Last Updated :
  • Share this:

#চেন্নাই: আরও একবার জোরালো বিস্ফোরণ হল তামিলনাড়ুর নেভেলি লিগনাইট কর্পোরেশনের তাপবিদ্যুৎ কেন্দ্রে। বুধবার সকালে এই চুল্লি বিস্ফোরণে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর কমপক্ষে ১৭ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা৷

সূত্রের খবর, লিগনাইট কর্পোরেশনের স্টেজ টু প্ল্যান্টের ৫ নং ইউনিটের চুল্লিতে এ দিন বিস্ফোরণ হয়। সংস্থা সূত্রে জানানো হয়েছে, আহতদের লিগনাইট হসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতরা সকলেই ঠিকা শ্রমিক হিসেবে সংস্থায় কর্মরত ছিলেন। কী ভাবে এই বিস্ফোরণ হল তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত মে মাসেই একবার জোরালো বিস্ফোরণে কেঁপে উঠেছিল তামিলনাড়ুর কুদ্দালোর জেলার এই তাপবিদ্যুৎ কেন্দ্র। সে বারও ৮জন আহত হন।

Published by:Arka Deb
First published: